মমতার সরকারের ২টি দফতর, একটা ভাতা অন্যটা কাটমানি: শুভেন্দু

মমতার সরকারের ২টি দফতর, একটা ভাতা অন্যটা কাটমানি: শুভেন্দু

শান্তিপুর: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুটো দপ্তর কাজ করে৷ একটি ভাতা বিতরণ দপ্তর এবং আরেকটি কাটমানি দপ্তর। এদিন শান্তিপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে তৃণমূলকে আক্রমণ রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে আক্রমণ করেছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও৷

আগামী ৩০ অক্টোবর অন্যান্য তিন কেন্দ্রের উপনির্বাচনের পাশাপাশি শান্তিপুর বিধানসভা কেন্দ্রেও উপ নির্বাচন হতে চলেছে। প্রতিটি রাজনৈতিক দল জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীদের নিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসে সমর্থনে এর আগেও প্রচার করতে এসেছেন। এদিন বিভিন্ন বুথে বুথে গিয়ে প্রচার করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আক্রমণ করেন।

তিনি বলেন, ‘‘এই সরকার মূলত দুটি দপ্তর চালিয়ে যাচ্ছে। একটি কাটমানি দপ্তর এবং অপরটি ভাতা বিতরণ দপ্তর।’’ পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমন করে তিনি বলেন, ‘‘কয়েকদিন আগে চিটফান্ড কাণ্ডে তিনি সিবিআই অফিসারদের পায়ে হাতে ধরেছেন। তাই তিনি যতই চুপ থাকবেন ততই ওনার পক্ষে ভালো।’’ একই সঙ্গে বাংলাদেশের ঘটনা নিয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি।

শুভেন্দুর কথায়, ‘‘বাংলাদেশে হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, প্রতিমা ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি চুপ করে আছেন। কারণ তার দুধেল গাইরা এই ঘটনার পিছনে রয়েছে।’’ আগামীদিনে মানুষই এর বিচার করবেন বলেও জানান নন্দীগ্রামের বিধায়ক৷ প্রসঙ্গত, আগের দিন শান্তিপুরে বিজেপির কর্মী সভায় শুভেন্দু এলেও সভায় ভিড় হয়নি৷ তা নিয়ে প্রশ্ন করা হলে সেদিন মিডিয়াকে চটি চাটা বলে আক্রমণ করেছিলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =