‘স্বৈরাচারী শাসকের’ পরাজয়ের বর্ষপূর্তি পালন করতে চান শুভেন্দু! কবে

‘স্বৈরাচারী শাসকের’ পরাজয়ের বর্ষপূর্তি পালন করতে চান শুভেন্দু! কবে

কলকাতা: ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রথম থেকেই সরব ছিল বিজেপি। এমনও দাবি করা হয়েছে যে, ২০২১ বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সবথেকে বেশি সন্ত্রাস হয়েছে। এই নিয়ে স্থানীয় প্রতিবাদ থেকে রাষ্ট্রপতির দরবার পর্যন্তও গিয়েছে বিজেপি শিবির। কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কোনও পদক্ষেপ হয়নি তাদের দাবি অনুসারে। এবার আজ তৃণমূল সরকারের তৃতীয়বার ক্ষমতায় আসার বর্ষপূর্তি হল। আজকের দিনেই নতুন সংকল্প ঘোষণা করল বিজেপি। ৮ মে নন্দীগ্রামে ‘স্বৈরাচারী শাসকের’ পরাজয়ের বর্ষপূর্তি পালন হবে বলে জানালেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- ভয়াবহ দুর্ঘটনা, দুবার পাল্টি খেয়ে রেলিং ভেঙে ঝুলছে যাত্রীবাহী বাস

আজ কলকাতায় বিজেপির মিছিল হয়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প যাত্রার নাম দিয়ে মিছিল ছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত। এই মিছিল থেকেই আগামী কর্মসূচির ঘোষণা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানান, ৮ মে নন্দীগ্রামে ‘স্বৈরাচারী শাসকের’ পরাজয়ের বর্ষপূর্তি পালন হবে। ১১ মে দেউচা পাঁচামি যাবেন তাঁরা। তিনি আরও দাবি করে জানান, ২ মে-র পর যে ভোট সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাস আগে অন্য কোনও ভোটে হয়নি। ২৫ হাজার দোকান ও ঘর লুঠ হয়েছে। হাজার হাজার বিজেপি কর্মী ঘরছাড়া। বাংলায় বর্বরোচিত অধ্যায়ের সূচনা হয়েছে বলেই সরকারকে নিশানা করেন তিনি। এই প্রেক্ষিতেই সমস্ত শহিদ পরিবারদের নিয়ে আজ এই মিছিল করে শুভেন্দু জানিয়ে দিলেন, আগামী দিনে আরও বড় পদক্ষেপ করবে বিজেপি।

আজ তৃণমূলের তৃতীয় সরকারের বর্ষপূর্তিতে টুইট করেন মমতা এবং বলেন, ”মা-মাটি-মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে আমাদের ওপর তারা এত ভরসা রেখেছে। গত বছর ঠিক আজকের দিনেই তারা বড় জয় নিশ্চিত করেছিল। আমাদের রাজ্যের মানুষ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যে, গণতন্ত্রে মানুষের ক্ষমতার থেকে আর কোনও ক্ষমতা কোথাও বড় বা শক্তিশালী হতে পারে না।”  তিনি আরও লেখেন, ”আমি আজকের এই দিন মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি এবং আর আমি চাই আজকের দিনটা ‘মা-মাটি-মানুষ দিবস’ হিসেবে পালিত হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − six =