‘বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি’, বিরোধী বৈঠককে খোঁচা শুভেন্দুর

‘বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি’, বিরোধী বৈঠককে খোঁচা শুভেন্দুর

কলকাতা: আসন্ন লোকসভা ভোটকে মাথায় রেখে আজ আবার দেশের ২৬টি বিরোধী দল একত্রিত হয়েছে তাদের জোটকে মজবুত করতে। যে ২৬টি দল জোট বেঁধেছে, তাতে সর্বভারতীয় দল বলতে রয়েছে কংগ্রেস এবং সিপিএম। বাকিরা সকলেই আঞ্চলিক৷ ইতিমধ্যেই এই বৈঠককে নিশানা করতে শুরু করে বিজেপি শিবির। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠককে তোপ দেগেছেন। তাই বাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও বাদ যাবেন কেন। তিনিও টুইট করে আক্রমণ করেছেন বিরোধীদের এই জোট-বৈঠককে। তাঁর কথায়, ‘বাংলায় কুস্তি, বেঙ্গালুরুতে দোস্তি।’ অবশ্যভাবেই বলা যায় যে আদতে কোন দলগুলিকে তোপ দাগলেন। 

বাংলার সদ্য হয়েছে পঞ্চায়েত নির্বাচন। তৃণমূলের বিরোধিতায় সরব ছিল বিজেপি, কংগ্রেস, সিপিএম সব পক্ষ। কিন্তু এই বিরোধী বৈঠকে বিজেপি ছাড়া বাকি দলগুলির শীর্ষ নেতাদের একসঙ্গে হাসিখুশি অবস্থাতেই দেখা যাচ্ছে। আর এই বিষয়টিকে নিয়েই তোপ দেগেছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইট করে লিখেছেন, ”কর্মীরা খাবে পেটো, গুলি, রড-লাঠি; আর নেতাদের বরাদ্দ মুচমুচে ফিশ ফ্রাই? কি রাজনীতি রে ভাই!” তিনি আরও বলেন, বাংলার পঞ্চায়েত নির্বাচনে শাসক দল যথেচ্ছ অত্যাচার করেছে। বিরোধী দলের কত কর্মী এখনও জখম হয়ে হাসপাতালে ভর্তি। তাদের শান্ত করার জন্য এবার এই দলের নেতারা কি করবেন? শুভেন্দুর খোঁচা, ”কংগ্রেস, সিপিএম কর্মীদের জন্য খারাপ লাগে। তাদের নেতারা পিঠে ছুরি মেরেছেন।” 

প্রসঙ্গত, পাটনার পর মঙ্গলবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে ২৬টি বিরোধী দলের বৈঠক৷ কংগ্রেস-সহ অন্য সব দলই এ বিষয়ে একমত যে পূর্বতন ইউপিএ নামের ব্যবহার আর না করলেই ভাল। বরং এমন নাম বেছে নেওয়া উচিত, যার মধ্যে ইন্ডিয়া বা ভারত শব্দটি থাকবে। ইতিমধ্যেই বিরোধী জোটের জন্য চারটি নতুন নামের প্রস্তাব ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর কাছে পাঠানো হয়েছে। সম্ভবত আজই জোটের চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =