কলকাতা: নন্দীগ্রাম দিবসে আবার উত্তাল হল রাজ্য রাজনীতি। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী যে মন্তব্য করলেন তাতে ফের একবার উত্তাপ বেড়েছে বঙ্গের রাজনৈতিক অন্দরমহলে। তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করেই তিনি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মন্তব্য করেন। যদিও তার পাল্টা দিয়েছে ঘাসফুল শিবির। একযোগে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দলের মুখপাত্র কুণাল ঘোষ।
আরও পড়ুন- প্রাপ্ত নম্বর ১৭ বেড়ে হয়েছিল ৫২! বিয়ের পরের দিনই চাকরি গেল ‘সরকারি চাকুরে’ পাত্রের
মঙ্গলবার সকালে নন্দীগ্রামে শহিদ তর্পণ অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখান থেকে নাম না নিয়েই চ্যালেঞ্জের সুরে মন্তব্য করেন, ”পিসি-ভাইপোকে গ্যারেজ করে দেব। ভাইপো বাইরে নয়, ভিতরে থাকবে।” একই সঙ্গে শুভেন্দু এও বলেন, সিপিএমকে সাফ করেছেন, পিসি-ভাইপোকেও করবেন। এক্ষেত্রে তিনি ‘ডেডলাইন’ দিয়ে বলেন চব্বিশের নন্দীগ্রাম দিবসের আগেই এই কাজ হবে। তবে এইটুকুতে থামেননি বিজেপি বিধায়ক। শুভেন্দুর আরও বক্তব্য, পশ্চিমবঙ্গের গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট তাঁকে আজকের সভা করা নিয়ে কিছু শর্ত বেঁধে দিয়েছিল। সেগুলি মেনেই কর্মসূচি পালন করেন বিরোধী দলনেতা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বুধবার অনুব্রত – সুকন্যা মুখোমুখি জেরা? Will ED conduct Anubrata-Sukanya face-to-face interrogation?” width=”560″>
এদিকে শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরুদ্ধে জোর সরব হয়েছে তৃণমূল কংগ্রেস শিবির। তাঁকে পাল্টা দিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, শহিদ দিবসে ‘গ্যারেজ’ করে দেওয়ার কথা যাঁরা বলতে পারে, তাঁরা শহিদদের প্রতি কতটা শ্রদ্ধাশীল, তা বোঝা যায়। অন্যদিকে দলীয় মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, শুভেন্দু অধিকারী নিজেই সারদা আর নারদায় অভিযুক্ত। একদিন নিজেই জেলে ঢুকবে।