পুলিশ ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী ধ্বংস করেছেন, তাদের কাজ টাকা তোলা! বেহালাকাণ্ডে শুভেন্দু

পুলিশ ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী ধ্বংস করেছেন, তাদের কাজ টাকা তোলা! বেহালাকাণ্ডে শুভেন্দু

কলকাতা: শুক্রবার সকালে বেহালা চৌরাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষ সকলেই পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ করেছেন। সকলের বক্তব্য, পুলিশ নিজের কাজ ঠিক মতো করে না, বৈষম্য করে। বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলের সামনে তৎপর হলেও তারা সরকারি বাংলা মিডিয়াম স্কুলের সামনে থাকে না। এই স্কুল পড়ুয়াদের নিরাপত্তার কথা পুলিশ ভাবে না বলেই দাবি। বেহালার ঘটনায় একই রকমভাবে পুলিশকে তোপ দেগে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

বেহালার ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়ে বিজেপি বিধায়ক বলেছেন, ”পুলিশের কাজ তৃণমূলের হয়ে ভোট লুট করা এবং রাস্তা থেকে টাকা তোলা। পুলিশ ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তার পরিণতিতে ওইরকম একটা ফুটফুটে বাচ্চার মর্মান্তিক মৃত্যু ঘটল। পুলিশের এই অবস্থার জন্য আইপিএস এবং ইন্সপেক্টররা দায়ী, নিচুতলার কনস্টেবল বা এসআই দায়ী নন।” শুভেন্দু আরও বলেন, রাতের পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ। রাতে মারাত্মক হারে টাকা তোলে পুলিশ। রাত ৮টার পর ট্র্যাফিক পাওয়া যায় না। তৃণমূল নেতারা মদ খায়, দেরীতে ঘুম থেকে ওঠে, তাই ভোরের দিকেও পুলিশ মেলে না। ওরাও দেরী করে আসে। 

এদিকে কলকাতা পুলিশের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির মধ্যে কী ভাবে এই ঘটনা ঘটল, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ফোন করে তা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। বেহালার দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। আপাতত রাজ্য প্রশাসনের তরফে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যসচিব৷ বেহালা দুর্ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *