পিছবে কি পঞ্চায়েত ভোট? এজলাসে ঢুকেছেন শুভেন্দু অধিকারীও

পিছবে কি পঞ্চায়েত ভোট? এজলাসে ঢুকেছেন শুভেন্দু অধিকারীও

suvendu-can-held-public-meeting-in-sandeshkhali-on-10th

কলকাতা: মনোনয়নের সময়সীমা বাড়িয়ে ৮ জুলাইয়ের বদলে ১৪ জুলাই পঞ্চায়েত ভোট করার প্রস্তাব ইতিমধ্যেই দিয়েছে কলকাতা হাইকোর্ট। মনোনয়নের সময়সীমার জটিলতায় ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে। এই অবস্থায় বিরতি শেষে আবার শুরু হয়েছে পঞ্চায়েত মামলার শুনানি। সূত্রের খবর, এই মুহূর্তে এজলাসে আছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

আজ পঞ্চায়েত মামলার প্রথম দফার শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ, কেন্দ্রীয় বাহিনী যদি মোতায়েন করা হয় তাহলে তারা রাজ্য পুলিশের সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোট নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবে। এছাড়া মনোনয়নের দিন সংখ্যা বড্ড কম। তা বাড়াতে হবে। আগের শুনানিতেই শুভেন্দু অধিকারীর আইনজীবী দাবি করেছেন, গোটা রাজ্য জুড়ে এত কম সময়ে মনোনয়ন ৭৩ হাজার আসনে সম্ভব নয়। মনোনয়ন ফর্ম সব জায়গায় যায়নি বলেও বক্তব্য তাঁর। একই সঙ্গে তাঁর এও দাবি, ৭ জুন কমিশনার নির্বাচিত হয়েছিলেন। এদিকে কোনও সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি। তার মধ্যেই নির্বাচনের ঘোষণা হয়েছে। যা সময় দেওয়া হয়েছে তাতে মনোনয়ন জমা দিতে প্রত্যেকের জন্য ৪০ সেকেন্ড সময় ধার্য হয়েছে। এখন মনোনয়নের দিন বদল হলে বদলাতে হবে নির্বাচনের দিন।