কলকাতা: এগরায় বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাঁর মামলা দায়ের করায় অনুমতি দিয়েছে। আগামীকাল এই মামলার শুনানি হতে পারে। শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে এদিন জানান, ঘটনায় প্রায় ১২-১৫ জনের মৃত্যু হয়েছে। তাই এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক।
মঙ্গলবার এই বিস্ফোরণের ঘটনা ঘটার পরেই রাজ্যে রাজনৈতিক ডামাডোল শুরু হয়ে যায়। বিজেপির তরফ থেকে রাজ্য সরকারকেই নিশানা করা হয় এবং বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তোলা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই ঘটনায় সিআইডি-কে তদন্তভার দিয়েছেন। তবে তিনি এনআইএ তদন্তের বিরোধিতা করবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন। সেই প্রেক্ষিতে বলাই যায়, হাইকোর্ট থেকে এনআইএ তদন্তের নির্দেশ আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। এদিকে ইতিমধ্যেই এগরার ঘটনায় মৃতদের এবং আহতদের পরিবারপিছু ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”প্রেমের বলি? ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার! Chaos in Nadia over man’s death” width=”853″>
নবান্ন গতকালই সাংবাদিক বৈঠক করে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং গুরুতর আহতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানা গিয়েছে, যার কারখানায় বিস্ফোরণ ঘটেছে তাকে গত বছর গ্রেফতার করেছিল পুলিশ। পরে সে জামিন পায়। কী ভাবে সে জামিন পেল সেই প্রশ্ন তুলেই ক্ষোভ প্রকাশ করেন মমতা।