‘ধর্মে আঘাত হলে প্রতিবাদ হবে’, নন্দীগ্রাম থেকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

‘ধর্মে আঘাত হলে প্রতিবাদ হবে’, নন্দীগ্রাম থেকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

নন্দীগ্রাম: হিন্দু ধর্ম রক্ষা করার দাবিতে শনিবার নন্দীগ্রামে হল মিছিল। মিছিলে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী৷ হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত এই মিছিল থেকে, জয় ভারত মাতার জয় স্লোগানও দেন শুভেন্দু৷ সেখানে শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, ‘‘আমার ধর্মকে আঘাত করলে, চুপ করে বসে থাকব না৷ প্রতিবাদ হবে৷’’

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্মম অত্যাচার ও মন্দির ভাঙচুরের ঘটনার প্রতিবাদে শনিবার নন্দীগ্রামে মিছিলের আয়োজন করেছিল হিন্দু জাগরণ মঞ্চ৷ নন্দীগ্রামের হরিপুর থেকে টেঙ্গুয়া মোড় পর্যন্ত পদযাত্রায় পা মেলান শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সঙ্গে মিছিলে হাঁটেন কয়েক হাজার মানুষও৷ বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়৷

এদিনের কর্মসূচি ভণ্ডুল করার জন্য পুলিশ উদ্যোক্তাদের ভয় দেখিয়েছিল বলে অভিযোগ করে শুভেন্দু বলেন, ‘‘পুলিশ ভয় দেখিয়েছিল৷ কিন্তু মানুষ আমার সঙ্গে রয়েছেন। আমরা প্রথমে হিন্দু ও তারপর ভারতীয়৷ ফলে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে৷ আবারও হবে৷’’ একই সঙ্গে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন নন্দীগ্রামের বিধায়ক৷

বলেন, ‘‘আমার গাড়িতে ঢিল মেরেছে৷ নন্দীগ্রামের দেবব্রত মাইতিকে খুন করেছে। আমি তো তোমার ৬৫ হাজার ভোট চাইনি‌। ভবিষ্যতেও কোনদিন চাইব না। তবে ধর্মের আঘাত মানব না৷’’ একই সঙ্গে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে ‘জাহাজ বাড়ির মালিক’ বলেও কটাক্ষ করেন তিনি৷ -ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eleven =