পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই দিল্লিতে শুভেন্দু, কারণ নিয়ে জল্পনা

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই দিল্লিতে শুভেন্দু, কারণ নিয়ে জল্পনা

কলকাতা: বুধবার রাজ্য নির্বাচন কমিশনারের পদে নিযুক্ত হয়ে বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে দিয়েছেন রাজীব সিনহা। সেই দিন ঘোষণার হওয়ার পরেই রাজ্যের সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, সর্বদল বৈঠক না করেই এই ভোট ঘোষণা করা হয়েছে, যা গণতন্ত্র হত্যার সমান। তাৎপর্যপূর্ণ ভাবে ভোট ঘোষণা এবং এই মন্তব্যের পরেই দিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন আচমকা তিনি দিল্লি গেলেন তা নিয়ে জল্পনা দেখা দিয়েছে। 

পঞ্চায়েত ভোট ঘোষণা নিয়ে শুভেন্দুর বক্তব্য ছিল, যেভাবে একদিনের মধ্যে ভোট ঘোষণা করা হয়েছে তাতে পরিষ্কার নির্বাচন কমিশন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করছে। এই প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, নির্বাচনে কোনও প্রকার হিংসা হলে এবং কেউ মারা গেলে তার জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এবার প্রশ্ন হল তিনি দিল্লি কেন গেলেন? অনেকের মতে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বৈঠক সারতে গিয়েছেন তিনি। হয়তো ভোটের আগে নতুন কোনও পন্থা তৈরি করে আসবেন শুভেন্দু। তবে এই প্রসঙ্গে ভিন্ন মতও আছে।