কলকাতা: চ্যালেঞ্জ করে যেন মামলা না করতে পারে মমতার সরকার, ক্যাভিয়েট দাখিল করে তা আটকানো সম্ভব। তাই মঙ্গলবার হাইকোর্ট সিবিআই দিতেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করার কথা বললেন শুভেন্দু।
“অনেকেই জানেন পুলিশ কর্তারা প্রকৃত তদন্ত আটকাতে চেয়েছিল। আসল দোষীদের আড়াল করার চেষ্টা হয়েছিল। তাই সিবিআই তদন্তের নির্দেশ অবশ্যই ভালো দিক। তবে এখন প্রথমেই যেটা করা উচিত তা হল সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা। যাতে চ্যালেঞ্জ করে মামলা না করতে পারে মমতার সরকার”, স্পষ্ট কথা শুভেন্দুর।
পাশাপাশি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “গর্হিত অপরাধ করেছে পুলিশ। অন রেকর্ড এটাকে সুইসাইড বলেছে। তদন্তের আগেই রায় দিয়ে দিয়েছে। বিরাট অপরাধ করেছেন বিনীত গোয়েল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ করেছেন তিনি।”