ক্ষমতায় এলে ‘২৪ ঘণ্টার মধ্যে DA’, মমতার সরকারকে বিঁধে ‘প্রতিশ্রুতি’ শুভেন্দুর!

ক্ষমতায় এলে ‘২৪ ঘণ্টার মধ্যে DA’, মমতার সরকারকে বিঁধে ‘প্রতিশ্রুতি’ শুভেন্দুর!

কলকাতা:  ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে ডিএ দেব৷  হুগলির  পাণ্ডুয়ার জনসভা থেকে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কলকাতা হাই কোর্টে মহার্ঘ ভাতা বা ডিএ মামলা চলছে৷ সরকারি কর্মীরা আশা করছেন রায় তাঁদের পক্ষেই যাবে৷ সেই আবহে শুভেন্দু বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে পুলিশ কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে ডিএ দেওয়া হবে। 

আরও পড়ুন- ৩ মাসেই সেঞ্চুরি’ ED-র! অভিযানে উদ্ধার বিপুল ধনরাশি কোথায় যায়? ‘কালা ধনে’র ভবিষ্যৎ কী?

তাঁর কথায়,  “আপনাদের ডিএ দেয়নি, নবান্ন অভিযানের দিন একদম কথা শুনবেন না৷ পুলিশকর্মীদের বলব আপনারা ডিএ পাচ্ছেন না। একজন কনস্টেবল ১০ হাজার টাকা কম পাচ্ছেন। একজন এসআই ২০ হাজার টাকা কম পাচ্ছেন। আমাদের সরকার এলে আরটিজিএস (RTGS) করে এনইএফটি (NEFT) করে ২৪ ঘন্টায় ডিএ অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। পুলিশকে বলব নবান্নে আমাদের আটকাবেন না। নবান্নের তিনটে দিক থেকে মিছিল যাবে। আপনাদের বন্ধু শুভেন্দু থকবে সাঁতরাগাছিতে। দেখা হবে৷” নবান্ন অভিযান কর্মসূচি সফল করতে পাণ্ডুয়া থেকে পুলিশকর্মীদের এমনই বার্তা দেন শুভেন্দু অধিকারী। 

গত ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। কিন্তু সেই নির্দেশ মানেনি রাজ্য সরকার। উল্টে হাই কোর্টের সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয় সরকারের তরফে। সেই মামলার শুনানি শেষ হয়েছে। সরকারি কর্মীদের আশা, মামলার রায় তাঁদের পক্ষেই যাবে। তাঁর আগেই ডিএ নিয়ে পুলিশকর্মীদের এমন কথা শোনালেন শুভেন্দু৷

পাণ্ডুয়ার জনসভা তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতেও ছাড়েননি শুভেন্দু৷ তিনি বলেন, “কোনও ভদ্রলোক তৃণমূল করে না।” একের পর এক ব্যবসায়ীদের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা তুলে ধরে তাঁর হুঁশিয়ারি, “দুয়ারে সরকার তো এখন খাটের নীচে সরকার। খাটের নিচ থেকে সরকার বেরোচ্ছে।  সবে তো গঙ্গার ওপারে চলছে। হালিশহরের রাজু সাহানি, অপা সিন্ডিকেট৷ গঙ্গার এপারে এখনও আসেনি। পান্ডুয়ার চোররা, ডাকাতরা টাকা ঘরে রাখবেন না। তবে যেখানেই রাখুন এডি এমন যন্ত্র, খুঁজে বার করবেই। একমাত্র উপায় হচ্ছে গঙ্গাতে নিয়ে গিয়ে ফেলে দিন। এছাড়া কোনও বিকল্প রাস্তা নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + fifteen =