কৃষ্ণ নামে মজলেন শুভেন্দু, করলেন গীতা বিতরণের অঙ্গীকার

কৃষ্ণ নামে মজলেন শুভেন্দু, করলেন গীতা বিতরণের অঙ্গীকার

নন্দীগ্রাম: কৃষ্ণনামে মজলেন শুভেন্দু। ধর্মীয় অনুষ্ঠানে প্রকাশ্যে কৃষ্ণনাম জপলেন রাজ্যের বিরোধী দলনেতা৷ তাঁর কথায়, জাগরণ ছাড়া মুক্তি নেই৷ জাগরণের পথে তাই গীতা পাঠ, হরিনামকেই পাথেয় করলেন তিনি৷ শনিবার নিজের কেন্দ্রে ব্রহ্মণ প্রতিনিধিদের সেবা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী৷ সেখানেই নাম জপ করেন তিনি৷ শুধু তাই নয়, সকলে যাতে নাম কীর্তন ও গীতাপাঠ করেন তার জন্য কাঁসর, ঘণ্টা বিলি করার ঘোষণাও করেছেন বিরোধী দলনেতা৷ 

আরও পড়ুন- সংসারের হাল ধরতে বই-খাতা ফেলে চায়ের দোকানে ‘কন্যাশ্রী’ টুম্পা

যদিও শুভেন্দুর প্রকাশ্যে কৃষ্ণনাম জপ নতুন নয়৷ তৃণমূলে থাকার সময়েও তাঁকে এই ভাবে নাম কীর্তন করতে দেখা গিয়েছে বহুবার৷ কখনও গলায় খোল ঝুলিয়ে কীর্তন করেছেন৷ কখনও আবার গেরুয়া বসন পরে আরতি করেছেন৷ এদিন ব্রাহ্মণ প্রতিনিধিদের সেবা কর্মসূচিতে বক্তব্য রাখার সময় খালি গলায় কৃষ্ণনাম জপ করতে শুরু করেন শুভেন্দু। নিজে নাম জপ করেই খান্ত হননি৷ উপস্থিত মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘‘জাগরণ ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব নয়৷ এবার থেকে আমি যেখানেই যাব, সেখানেই ঘণ্টি, কাঁসর, গীতা বিতরণ করব।’’এদিনও সভায় উপস্থিত শতাধিক ব্রাহ্মণের হাতে গীতা, শঙ্খ সহ পুজোর বিভিন্ন সামগ্রী তুলে দেন বিজেপি বিধায়ক৷ 

আরও পড়ুন- মনোনয়ন জমা দিলে ঠ্যাং ভেঙে দেব! পঞ্চায়েত নিয়ে হুমকি তৃণমূলের

জনপ্রতিনিধির গলায় গীতাপাঠ, কৃষ্ণনামের কথা শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠে উপস্থিত মানুষ৷ শুভেন্দুর নামে তখন জয়ধ্বনি দিতে ব্যস্ত সকলে৷ তবে এই শুভেন্দুর নাম কীর্তন নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে রাজনীতির প্রাঙ্গনে৷ যদিও তাতে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলনেতা৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 12 =