‘শুভেন্দু অধিকারী জিন্দা….’, সুজাতার লাইভ ভিডিওতে তোলপাড়া নেটপাড়া

‘শুভেন্দু অধিকারী জিন্দা….’, সুজাতার লাইভ ভিডিওতে তোলপাড়া নেটপাড়া

কলকাতা:  পশ্চিম মেদিনীপুরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তৃণমূল নেত্রী সুজাতা খাঁ মণ্ডল৷ ওই অনুষ্ঠানেই উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে স্লোগান৷ মুখ থেকে কথা পড়তেই ভাইরাল ভিডিয়ো৷ যা নিয়ে শোরগোল পড়েছে নেট দুনিয়ায়৷ তবে অনেকেরই বক্তব্য, এটা নিছকই ভুল৷ 

আরও পড়ুন- BJP-র হয়ে দাঁড়ালে নিশ্চিত জিতবেন, গেরুয়া শিবিরকে নিজের বলে ফের বিতর্কে মুকুল

প্রসঙ্গত, বৃহস্পতিবার চন্দ্রকোণার কৃষ্ণপুরে তৃণমূলের তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল৷ ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সুজাতাকে৷ তিনি আসছেন এই খবর পেয়ে ইন্দা এলাকায় পতাকা উত্তোলনের একটি কর্মসূচিও রাখা হয়৷ পরিকল্পনা মতো পতাকা উত্তোলন করেন সৌমিত্র জায়া৷ তাঁর চারিদিকে তখন ঘিরে রেখেছেন তৃণমূল কর্মী সমর্থকরা৷ পতাকা উত্তোলনের  সময় স্বাভাবিক ভাবেই ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান৷ এরই মাঝে এক তৃণমূল কর্মী বলে বসেন, ‘শুভেন্দু অধিকারী জিন্দা….৷’ তবে পুরো কথা শেষ করতে পারেননি তিনি৷ তাঁর আগেই নিজেকে সামলে নেন৷ কিন্তু গোটা ঘটনা তখন লাইভ করছিলেন সুজাতা৷ তৃণমূল নেতার এহেন মন্তব্যে চরম অপ্রস্তুতে পড়েন নেত্রী৷ এর পরেই ঝড়ের গতিতে ওই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়৷ 

আরও পড়ুন- বৃষ্টি থামবে না এখনই, রাজ্যজুড়ে আরও দুর্ভোগের আশঙ্কা

এ বিষয়ে প্রশ্ন করা হলেও কোনও জবাব দেননি সুজাতা৷ তবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন চন্দ্রকোনার ব্লক তৃণমূল সভাপতি৷ তিনি বলেন, ‘‘শুভেন্দু অধিকারী মুর্দাবাদ বলতে গিয়ে ভুল করে মুখ ফসকে এই কথা বলে ফেলেছেন ওই কর্মী৷’’  প্রসঙ্গত একসময় বিজেপি করতেন সুতাজা৷ তিনি এখন তৃণমূল নেত্রী৷ অন্যদিকে, তৃণমূল থেকে বিজেপি’তে নাম লিখিয়েছেন শুভেন্দু৷ তাই হয়তো পুরনো অভ্যাস বশত এই ভুল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − six =