টিকা জালিয়াতি-কাণ্ডে শুভেন্দুর হানা, আঁটোসাঁটো স্বাস্থ্য ভবনের নিরাপত্তা

টিকা জালিয়াতি-কাণ্ডে শুভেন্দুর হানা, আঁটোসাঁটো স্বাস্থ্য ভবনের নিরাপত্তা

কলকাতা: দেবাঞ্জন দেবের কীর্তি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। তার মধ্যেই স্বাস্থ্য ভবনকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলার কাজ শুরু হল। হঠাৎই শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজির হন স্বাস্থ্য ভবনে। ভুয়ো ভ্যাকসিনের বিষয়ে স্মারকলিপি জমা দেন৷ দাবি করেন পূর্ণাঙ্গ তদন্তের৷ আর তাতেই টনক নড়ল স্বাস্থ্য ভবনের আধিকারিকদের৷ ভবিষ্যতে বিরোধী দলগুলি আচমকাই বিক্ষোভ করলে সেই পরিস্থিতি যাতে সহজেই সামাল দেওয়া যায় তার জন্য আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গতকাল শুভেন্দু অধিকারী যেভাবে আচমকা কোন অ্যাপয়নমেন্ট ছাড়াই স্বাস্থ্য সচিবের সাথে দেখা করেন, তা আটকাতেই এই কড়াকড়ি। স্বাস্থ্য ভবনের মূল গেটে এবং ভবনে ঢোকার মুখে বসানো হচ্ছে ব্যারিকেড। নিরাপত্তার জন্য আরও বেশি পুলিশের পাশাপাশি মোতায়েন করা হচ্ছে বেসরকারি নিরাপত্তারক্ষীও।

দেবাঞ্জন-কাণ্ডে হুলস্থুল বেধে গিয়েছে রাজ্যে শাসক-বিরোধী শিবিরে। এবিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দ্বারস্থও হয়েছেন শুভেন্দু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের অনীহার কারণেই টিকা কর্মসূচি পিছিয়ে পড়েছে৷ ভোটার স্লিপের মতো বিলি করা হচ্ছে টিকার স্লিপ। শুধু একা দেবাঞ্জন নয়, একটি চক্র এই কাজের সাথে যুক্ত বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যে দেবাঞ্জন ঘনিষ্ঠ শান্তনু মান্নাকে গ্রেফতার করেছে পুলিশ। কসবায় ওই বিতর্কিত ভ্যাকসিন ক্যাম্পে শান্তনুও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 10 =