কলকাতা: নিয়োগ দুর্নীতি ইস্যুতে অনেক দিন আগেই গ্রেফতার হয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। তাঁর এবং পরিবারের আর্থিক অবস্থার দিকে ইডির নজর তো ছিলই, অয়নের ‘বান্ধবী’ শ্বেতা চক্রবর্তীর বিষয়টিও এড়িয়ে যাননি তারা। তাকেও ইতিমধ্যে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দারা জানতে পেরেছেন, অয়নের সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরতে গিয়েছিলেন শ্বেতা, এমনকি গোয়াতেও সময় কাটাতে যান। এমনকি সোনার গয়নাও তাঁকে উপহার দিয়েছিলেন অয়ন।
ইডি সূত্রে জানা গিয়েছে, শ্বেতা তাঁদের বলেছেন যে তাঁর সঙ্গে অয়নের সম্পর্ক প্রায় ১৪ বছরের। এই কয়েক বছরে তারা অনেক জায়গায় একসঙ্গে ঘুরতে গিয়েছেন, অয়ন তাঁকে বহু উপহারও দিয়েছেন। এইসব উপহারের মধ্যে সোনার গয়না তো বটেই, ফ্ল্যাট, গাড়িও ছিল। তবে শ্বেতার দাবি, তিনি কখনই জানতেন না যে অয়ন শীল নিয়োগ কাণ্ডের সঙ্গে কোনও রকমভাবে জড়িত। অয়নকে একজন ব্যবসায়ী বলে জানতেন তিনি, এমনই দাবি তাঁর। যদিও শ্বেতা যা যা বলছেন তা সব সত্যি কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছেন ইডি আধিকারিকরা। কারণ, অয়ন দেওয়া ফ্ল্যাট, গাড়ির টাকা আদৌ তিনি দিয়েছেন কিনা, তা জানা যায়নি। এমনকি গয়না ও নগদও তিনি ফেরত দেবেন কিনা তাও স্পষ্ট নয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”দুর্নীতির সব মামলা সরেনি! সিদ্ধান্ত প্রধান বিচারপতির উপরেই! Justice Gangopadhyay barred from 2 cases” width=”853″>
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অয়ন শীল গ্রেফতার হওয়ার পর থেকেই নিত্যনতুন তথ্য বেরিয়ে আসছে। শুধু লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের শিক্ষক-শিক্ষিকা হিসেবে নিয়োগ করা নয়, যোগ্য প্রার্থীদেরও বঞ্চিত করেছেন অয়ন। চাকরি পেয়েও টাকা না দেওয়ায় কাজ করতে পারেননি পুরসভার এক মহিলা কর্মী, এমন অভিযোগও উঠেছে। বিভিন্ন পুরসভায় পেছনের দরজা দিয়ে চাকরি দিয়ে কয়েক কোটি টাকা ঘরে তুলেছেন অয়ন।
