কলকাতা: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে এখন সরগরম দেশের রাজনৈতিক মহল। সেই নিয়ে তো বিস্তর আলোচনা চলছেই। এরই মাঝে বঙ্গের রাজনীতির উত্তাপ বাড়ালেন তৃণমূল বিধায়ক তথা বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তাপস রায়। তিনি সম্প্রতি দাবি করেছেন, শুভেন্দু অধিকারীরও বিধায়ক পদ খারিজ হয়ে যেত। সেই পদক্ষেপ নেওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু অবশেষে তা করা হয়নি। তাপস এই বিস্ফোরক দাবি করে এও ব্যাখ্যা করেছেন যে কেন সেই কাজ করা যায়নি।
আরও পড়ুন- ২০ হাজার শিক্ষককে শোকজ নোটিস শিক্ষা দফতরের, কাটা হবে কাদের বেতন?
খড়দহ অঞ্চলে দলীয় এক সভায় উপস্থিত হয়েছিলেন তাপস রায়। সেই অনুষ্ঠানেই তিনি বলেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিতেন তিনি, বিধায়ক পদ খারিজের আবেদনও করতেন। ঠিকমতো প্রিভিলেজ আনলে বিজেপি নেতার বিধায়ক পদও খারিজ হয়ে যেত। কিন্তু তা তিনি পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য! কেন এমন বললেন তৃণমূল বিধায়ক? তাপসের কথায়, মুখ্যমন্ত্রী নিজে তাঁকে এই কাজ করতে নিষেধ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছিলেন স্পিকারকে। এমনকি তাঁর হস্তক্ষেপে বিধানসভায় বিরোধী দলনেতার সাসপেনশনও রোধ হয়েছিল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”তৃণমূলকেই কি অস্বস্তিতে ফেলবেন পার্থ? Will Partha’s comment put TMC in uncomfortable position?” width=”560″>
এই দাবি করার পাশাপাশি দলের একাংশের বিরুদ্ধেও মন্তব্য করেছেন তাপস রায়। তাঁর বক্তব্য, অন্য দল থেকে অনেক বদমাইশ এই দলে ঢুকে পড়েছে। তারা নিজেদের মতো কাজ করছে, দলের কাজ নয়। প্রবীণ নেতার আক্ষেপ, তারা বেনোজল ঢোকা আটকাতে পারেননি দলে। যদি পারতেন তাহলে আজ অবস্থা অন্যরকম হত। এমনই মত তাঁর।