কলকাতা: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর কলকাতা-সহ বেশ কিছু জেলার বাজারে অভিযান শুরু করে টাস্ক ফোর্স। অভিযোগ, কোনও কোনও জেলায় আবার অভিযানই হয়নি। তবে যে সকল বাজারে টাস্ক ফোর্স গিয়েছে, সেই সকল বাজারে ক্রেতাদের একটা বড় অংশের বলছে, অভিযানই সার! কাঁচা আনাজের দাম কিছুই কমেনি। কিছু জেলায় স্বস্তি দিয়ে টম্যাটোর দাম কমেছিল ঠিকই৷ কিন্তু ফের তা ঊর্ধ্বমুখী। কোথাও আবার অভিযানের সময় দাম কমলেও অফিসাররা ফিরতেই দাম বৃদ্ধি পাচ্ছে। দু’-একটি জেলায় স্থানীয় প্রশাসন সুলভ মূল্যে সব্জি বিক্রির ব্যবস্থা করা হয়েছি ঠিকই৷ কিন্তু সকলে সেই সুবিধা পাচ্ছেন না। কারণ বিক্রি শুরু হতেই সব্জি উধাও। প্রায় সব জেলরই ছবি কমবেশি এক৷