কৈলাশকে ‘স্টুপিড ক্যাট’ আখ্যা দিয়ে ফের বিতর্কে তথাগত!

কৈলাশকে ‘স্টুপিড ক্যাট’ আখ্যা দিয়ে ফের বিতর্কে তথাগত!

tathagatas tweet

কলকাতা: বঙ্গ রাজনীতিতে এমুহূর্তে অন্যতম আলোচিত নাম তথাগত রায়। ট্যুইটারে তাঁর সক্রিয়তা নিয়ে ওয়াকিবহাল সকলেই। আগেও নানান বিষয়ে ট্যুইট করে বিতর্কে নাম জড়িয়েছে এই প্রবীণ বিজেপি নেতার। রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির আশানুরূপ ফল  না হওয়ায় তথাগতর রোষানলে পড়তে হয় রাজ্য বিজেপির নেতাদের। বিজেপির তারকা প্রার্থীদের থেকে শুরু করে পশ্চিমেবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বাদ পড়েননি কেউই। মুকুল রায় তৃণমূলে ফিরতেই সেই আক্রমণের অভিমুখ বদলায়। তবে আবারও কৈলাশ বিজয়বর্গীয়ের বিরুদ্ধে মুখ খুলে বিতর্কে নাম লেখালেন তথাগত।

এদিন তথাগত রায় এক বিজেপি সমর্থকের ট্যুইট রিট্যুইট করেন। সেই বিজেপি সমর্থক কৈলাশ-মুকুলের ছবি দিয়ে কৈলাশকেও তৃণমূলে নেওয়ার জন্য অনুরোধ করেন মমতাকে। তথাগত শুধুমাত্র ইংরাজিতে অনুবাদ করে রিট্যুট করেন। তিনি মমতাকে ‘আন্টি’ এবং কৈলাশকে ‘স্টুপিড ক্যাট’ হিসাবে সমর্থন জানান। এর আগেই গতকাল মুকুল রায় প্রসঙ্গে বিজেপিকে সতর্ক করেন তথাগত। মুকুলকে ‘ট্রোজান হর্স’ হিসাবে ব্যাখ্যা করেন৷

একুশের নির্বাচনে রাজ্যে পর্যবেক্ষক হিসাবে কৈলাশকে দায়িত্ব দেয় বিজেপি। ২০০ আসন প্রাপ্তির লক্ষ্য নিয়ে ময়দানে নামা বিজেপি ১০০-র গণ্ডিও পেরোতে পারেনি। ভোট পরবর্তী পর্যায়ে দলে বড়সড় ভাঙনের আশঙ্কা প্রকাশ করেছেন একের পর এক বিজেপি নেতা। তার মধ্যেই তথাগত রায়ের এরকম ট্যুইটে বিজেপির অন্দরে অস্বস্তি বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 5 =