বিজেপির ইস্তেহার বানাতেন! প্রয়াত বুদ্ধদেব গুহকে নিয়ে বিতর্কিত দাবি তথাগতের

বিজেপির ইস্তেহার বানাতেন! প্রয়াত বুদ্ধদেব গুহকে নিয়ে বিতর্কিত দাবি তথাগতের

কলকাতা: প্রয়াত হয়েছেন স্বনামধন্য সাহিত্যিক বুদ্ধদেব গুহ। তাঁর প্রয়াণে গভীর শোক বাংলার সাহিত্য মহল এবং শিল্পমহলে। কিন্তু এই স্বনামধন্য সাহিত্যিককে নিয়ে দিনের শেষে বিতর্ক সৃষ্টি হল এবং তার নেপথ্যে রয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি বুদ্ধদেব গুহর প্রয়াণে শোক বার্তা দিতে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন যা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা বিষয়টি ভালোভাবে দেখছেন না, এমনকি বিজেপির অন্দরেও অস্বস্তি।

বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায় টুইট করে লিখেছেন, ”আমাদের প্রিয় লালাদা, বুদ্ধদেব গুহ প্রয়াত হলেন। সদাহাস্যময়, আড্ডাবাজ এই লোকটির সান্নিধ্য আর পাওয়া যাবে না। তাঁর সাহিত্যকীর্তির পাশাপাশি তাঁর ব্যক্তিত্বের স্বাদ আমরা যারা পেয়েছি কখনো ভুলতে পারব না। ওঁর আর একটা পরিচয়। উনি আর আমি মিলে একাধিকবার বিজেপির ম্যানিফেস্টো তৈরী করেছি।” শেষ লাইনে তথাগত যা লিখেছেন তা নিয়েই আপত্তি অধিকাংশের। তিনি হঠাৎ কিংবদন্তি সাহিত্যিকের মৃত্যুর পরে তাঁকে নিয়ে এমন কথা কেন লিখলেন, রাজনৈতিক মন্তব্য কেন করলেন তা বুঝতে পারছেন না অনেকেই এবং কেউই সেটা ভাল ভাবে নিচ্ছেন না। এর সঙ্গে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, সেখানে লেখা, ”ঋতুদি কিছুদিন আগে গেছেন। এবার লালাদা গেলেন। যেখানেই যান, সম্ভব হলে লেখায়, আড্ডায়, গানে সকলকে মাতিয়ে রাখুন। ওঁ শান্তি।”

 

উল্লেখ্য, গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন অশীতিপর এই সাহিত্যিক৷ প্রায় এক মাস কঠিন লড়ইয়ের পর বাড়ি ফিরেছিলেন ৷ কিন্তু গত অগাস্ট মাসে ফের অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব গুহ৷ শুরু হয় শ্বাসকষ্টজনিত সমস্যা৷ পাশাপাশি মূত্রনালিতেও সংক্রমণ ধরা পড়েছিল সাহিত্যিকের৷ কোভিড আক্রান্ত হওয়ার পর নানা সমস্যা ঘিরে ধরেছিল তাঁকে৷ চার চিকিৎসকের একটি দল তাঁর চিকিৎসা করছিলেন৷ গত ৩১ জুলাই থেকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।  রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহিত্যিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + twenty =