‘বাবুল একা নয়, এখনও কিছু বিশ্বাসঘাতক পড়ে রয়েছে,’ বিস্ফোরক তথাগত রায়

‘বাবুল একা নয়, এখনও কিছু বিশ্বাসঘাতক পড়ে রয়েছে,’ বিস্ফোরক তথাগত রায়

tathagatas tweet

কলকাতা:  রাজনৈতিক সন্ন্যাস ভেঙে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বাবুল সুপ্রিয়৷ দল পরিবর্তন করতেই তাঁর বিরুদ্ধে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ৷ বিশ্বাসঘাতক বলে তোপ দেগেছেন খোদ বিজেপি নেতা তথাগত রায়৷ এদিন ফের বোমা ফাটিয়ে বর্ষীয়ান বিজেপি নেতা বলেন, ‘বাবুল একা নন৷ অনেকই দল ছেড়েছেন৷ তবে কিছু বিশ্বাসঘাতক এখনও পড়ে রয়েছে৷’ 

আরও পড়ুন- বিধানসভায় হাজিরা দেবেন না কোনও অফিসার, নারদ মামলায় স্পিকারকে পাল্টা চিঠি ED-র

বিধানসভা ভোটের আগে দেখা গিয়েছিল তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদানের হিড়িক৷ সেই সময় দলবদলুদের বিশ্বাসঘাতক, গদ্দার, মীরজাফর বলে তোপ দেগেছিলেন তৃণমূল নেতারা৷ এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতাদের উদ্দেশে একই শব্দবন্ধনী শোনা গেল বিজেপি’র প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের গলায়৷ সুর চড়িয়ে তিনি বলেন, ‘বাবুল গিয়েছে। তার আগে মুকুলও গিয়েছে। আরও বিশ্বাসঘাতক আছে৷ নাম বলা যাবে না৷’  

গতকাল বিজেপি’র নতুন রাজ্য সভাপতির সম্বর্ধনা অনুষ্ঠান উপলক্ষে দলের রাজ্য সদর দফতরে উপস্থিত হনেছিলেন তথাগত রায়। সেখানে তাঁকে বসতে দেখা যায় দিলীপ ঘোষের পাশে৷ সেই সময়েই এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। কিন্তু এই বিশ্বাসঘাতকের দলে কারা কারা আছে? কেন খুলে বলছেন না  তথাগত রায়? পাল্টা প্রশ্ন ছুঁড়ে বিজেপি’কে  বিঁধতে ছাড়েনি তৃণমূল। 

আরও পড়ুন- রেহাই মিলবে না এখনই! জোড়া ঘূর্ণাবর্তে আরও বৃষ্টির আশঙ্কা

এদিন স্বমহিমায় আক্রমণাত্মক মেজাজেই দেখা যায় প্রাক্তন সভাপতিকে৷ অন্যদিকে নরমে-গরমে বার্তা দেন নয়া রাজ্য সভাপতি। মঙ্গলবার কলকাতায় এসে দায়িত্বভার বুঝে নিয়েই সুকান্ত মজুমদার বলেন, ‘ যাঁরা দল পরিবর্তন করছেন, তাঁদের উদ্দেশ্যটা কী, সেটা আগে বোঝা দরকার৷ কেউ যদি বিশেষ কিছু সুযোগ সুবিধা পেতে তৃণমূলে যেতে চান, তাহলে আমার মনে হয় সেটা রাজনীতিতে গর্হিত অপরাধ।’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =