মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে গিয়ে আটক সংগঠনের কয়েকজন, রয়েছে একাধিক দাবি

মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে গিয়ে আটক সংগঠনের কয়েকজন, রয়েছে একাধিক দাবি

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি প্রদান করতে গিয়ে পুলিশের কাছে আটক হতে হল ‘পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ সংগঠনের কয়েকজনকে। বুধবার শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কালীঘাটে স্মারকলিপি প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছিল। সেখানেই কর্মসূচিতে অংশগ্রহণকারী স্কুলের ৮ জন পার্ট টাইম শিক্ষককে আটক করা হয়। যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে তারা।

আরও পড়ুন: নিয়োগ কাণ্ডে আবার তল্লাশি অভিযানে ইডি, পর্ষদ কর্মীর ফ্ল্যাটে হানা 

সংগঠনের পক্ষ থেকে রাজ্য সভাপতি লক্ষ্মীকান্ত মাইতিের নেতৃত্বে এক প্রতিনিধি দল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার উদ্যোগ নিয়েছিল। কিন্ত কালীঘাটের ব্রিজের কাছে পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করে বলে অভিযোগ। দাবি করা হয়েছে, কালীঘাট থানাতে তাদের দুপুর ২.২০ মিনিট পর্যন্ত আটকেও রাখা হয়। পুলিশি হেনস্থার অভিযোগ করে তীব্র প্রতিবাদ জানান হয়েছে তাদের তরফে। একই সঙ্গে এই সংগঠনের দাবি, মুখ্যমন্ত্রীর উচিত অতি শীঘ্রই স্কুলের বঞ্চিত পার্ট টাইম শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের কলেজ পার্ট টাইম শিক্ষকদের মতো ৬০ বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি, মর্যাদা ও স্থায়ীকরণ করা। 

ঘোষণা

এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷

আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal

আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন