স্বাস্থ্য সুরক্ষার দাবিতে শুরু পদযাত্রা! শিক্ষক-শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান কবে?

কলকাতা: পশ্চিমবঙ্গের কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের West Bengal Health Scheme-এর আওতায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজ্যজুড়ে চলছে এক ঐতিহাসিক পদযাত্রা। এই কর্মসূচি শুরু হয়েছে…

teachers march WB Health Scheme inclusion

কলকাতা: পশ্চিমবঙ্গের কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের West Bengal Health Scheme-এর আওতায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজ্যজুড়ে চলছে এক ঐতিহাসিক পদযাত্রা।
এই কর্মসূচি শুরু হয়েছে গত ৫ অক্টোবর কোচবিহারের সাগরদিঘির সামনে থেকে, আর শেষ হবে ২৪ অক্টোবর হাওড়ার নবান্নে গিয়ে।

দল-মত-সংগঠন নির্বিশেষ আন্দোলন

এই অভিযানের মূল আহ্বায়ক মণ্ডলীর অন্যতম সদস্য অনুপ কুমার সাহু জানিয়েছেন, “এই আন্দোলন সম্পূর্ণ দল-মত-সংগঠন নির্বিশেষ। শিক্ষক সমাজের এই ন্যায্য দাবি যদি মুখ্যমন্ত্রী ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মেনে নেন, তবে শুধু শিক্ষকসমাজই নয়, সাধারণ মানুষ এবং গোটা রাজ্যেরই উপকার হবে। আমরা মাত্র পাঁচ মিনিট সময় পেলে সেই যুক্তি ব্যাখ্যা করে দিতে পারি।”

মৌলিক অধিকার teachers march WB Health Scheme inclusion

গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক, শিক্ষাকর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা একত্র হচ্ছেন এই আন্দোলনে। তাঁদের মতে, শিক্ষা ক্ষেত্রের মানুষদের জন্য স্বাস্থ্য সুরক্ষা কোনও বিশেষ সুযোগ নয়, বরং একটি মৌলিক অধিকার।

ধীরে ধীরে এই পদযাত্রা রূপ নিচ্ছে রাজ্যজুড়ে এক বৃহত্তর ঐক্যের প্রতীকে। আগামী ২৪ অক্টোবর, নবান্নের সামনে এই আন্দোলনের চূড়ান্ত পর্বে কী সিদ্ধান্ত আসে, তা নিয়েই এখন নজর সারা রাজ্যের শিক্ষক সমাজ ও সাধারণ মানুষের।

Bengal: West Bengal’s teachers, non-teaching staff, and retirees are staging an “apolitical, historic mega-march” from Cooch Behar to Nabanna (Howrah) to demand immediate inclusion under the West Bengal Health Scheme (WBHS), arguing that granting this fair request would benefit the entire state.