বালিচক: রাজ্যের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, অ-শিক্ষকীয় কর্মী এবং গ্রন্থাগারিকদের পক্ষ থেকে শিক্ষানুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন রাজভবন এবং নবান্নের উদ্দেশ্যে ডেপুটেশন জমা দিয়েছে। ডেপুটেশনে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি এবং অর্থ সচিবের কাছে শিক্ষকদের ন্যায্য দাবি, মর্যাদা এবং কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দীর্ঘকালীন ও যৌক্তিক দাবিগুলি তুলে ধরা হয়েছে।
সমিতি সূত্রে জানা গিয়েছে, ডেপুটেশনের মূল বিষয়বস্তু তিনটি গুরুত্বপূর্ণ ধাপে বিভক্ত:
১. TET এবং RTE আইন বাস্তবায়নের ন্যায্যতা:
সমিতি জানিয়েছে, যেসব শিক্ষকের নিয়োগ RTE আইন, ২০০৯ প্রবর্তনের আগে বৈধ বিজ্ঞপ্তির মাধ্যমে হয়েছে, তাদের উপর পরোক্ষভাবে TET (Teacher Eligibility Test) আরোপ করা অন্যায় ও অনুচিত। তারা রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন, যাতে এই শিক্ষকদের পক্ষে রিভিউ পিটিশন দাখিল করা হয় এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়।
একই সঙ্গে সমিতি পশ্চিমবঙ্গের সংসদ সদস্যদের কাছে অনুরোধ জানিয়েছে, RTE আইনের ২৩(২) ধারা সংশোধন করা হোক, যাতে এই আইনের প্রতিসাময়িক প্রভাব শিক্ষকদের জন্য অনিশ্চয়তা তৈরি না করে।
২. পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিকল্পনা (WBHS)-এর আওতায় অন্তর্ভুক্তি: Teachers RTE TET WBHS Demand
বর্তমানে শুধুমাত্র পূর্ণ-সময়ের শিক্ষকরা WBHS-এর সুবিধা পাচ্ছেন। সমিতি দাবি করেছে, সকল বর্তমান ও প্রাক্তন শিক্ষক, অ-শিক্ষকীয় কর্মী এবং গ্রন্থাগারিকদের জন্য এই স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা হোক। সরকারী তথ্য অনুযায়ী, কর্মচারীদের চিকিৎসা ভাতা যথেষ্ট, অতিরিক্ত আর্থিক বোঝা প্রয়োজন নেই; মূল সমস্যা প্রশাসনিক উদ্যোগ এবং সুষ্ঠু পরিকল্পনার অভাবে।
৩. বকেয়া Dearness Allowance (DA) এবং নতুন Pay Commission গঠন:
সমিতি জানিয়েছে, রাজ্য কর্মচারীরা বর্তমানে কেন্দ্রীয় সরকারের তুলনায় প্রায় ৪০% কম DA পাচ্ছেন, যা আর্থিক বৈষম্য সৃষ্টি করছে। তারা রাজ্য সরকারের প্রতি আবেদন করেছেন, বকেয়া DA কার্যকর করা এবং নতুন Pay Commission গঠন করা হোক, যাতে রাজ্যের শিক্ষক ও কর্মচারীদের আর্থিক ন্যায় ও নিরাপত্তা নিশ্চিত হয়।
সাধারণ সম্পাদকের বক্তব্য
শিক্ষানুরাগী যুক্তিবদ্ধ সমিতির সাধারণ সম্পাদক কিঙ্কার অধিকারী বলেন, ‘‘শিক্ষকরা সমাজের মেরুদণ্ড। তাঁদের ন্যায়, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করা একটি সুষ্ঠু জাতি গঠনের ভিত্তি। আমরা আশা করি, রাজ্য সরকার দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।’’
ডেপুটেশন সূত্রে জানা গিয়েছে, শিক্ষকদের দীর্ঘকালীন দাবিগুলি পূরণে রাজ্য সরকারের তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হলে শিক্ষাজীবনের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত হবে। শিক্ষকদের এই পদক্ষেপকে শুধু নিজেদের কল্যাণের জন্য নয়, বরং পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার সুস্থ ও সুষম উন্নয়নের প্রতিশ্রুতির সঙ্গে সম্পর্কিত বলে সমিতি উল্লেখ করেছে।
Bengal: The Shikshanuragi United Association submitted a deputation to Raj Bhavan & Nabanna, demanding the state amend the RTE Act’s retrospective effect on pre-2009 appointed teachers, eliminating the mandatory TET. They also seek full inclusion of all staff & librarians in the WBHS scheme.










