জমা জলে পড়ে ছেঁড়া তার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের

জমা জলে পড়ে ছেঁড়া তার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের

কলকাতা: মৌসুমী বায়ুর প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হতেই জমা জলে বিপত্তি। রবিবার বিকেলে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হরিদেবপুরের এক কিশোরের। জানা যাচ্ছে শনিবার থেকে শুরু হওয়া একনাগাড়ে বৃষ্টিতে ইতিমধ্যেই হরিদেবপুরের একাধিক এলাকায় জল জমেছে। সেই জলেই ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের একটি তার। আর তাতেই জলে কারেন্ট উৎপন্ন হয়েছিল। রবিবার হরিদেবপুরের ওই কিশোর সন্ধ্যে ছটা নাগাদ টিউশন থেকে ফেরার পথে জমা জলে পা দিতেই বিদ্যুৎপৃষ্ট হয় এবং জলে ছিটকে পড়ে। এইভাবে দীর্ঘক্ষন জলের মধ্যে পড়েছিল তার দেহ। শেষমেষ পুলিশ ও সিএসইএসসি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই কিশোরকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে চাঁদের বিল এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই ওই এলাকায় এক কোমর জল দাঁড়িয়ে যায়। একাধিক বার এই বিষয়ে প্রশাসনকে জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এমতাবস্থায় গতকাল অর্থাৎ রবিবারের এই দুর্ঘটনার কথা প্রকাশ্যে আসতেই কার্যত নড়েচড়ে বসেছে প্রশাসন। তবে প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই জানিয়েছেন যে, জমা জল পার হতে মৃত ওই কিশোর ল্যাম্পপোস্টে হাত দিয়ে ফেলেছিল। আর তাতেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ফলে জমা জলে বিদ্যুৎ উৎপন্ন হয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।

এদিকে এ ঘটনার খবর পেতেই পুরসভার আলোক দফতরের কর্মীরা ঘটনাস্থলে যান এবং পুরো এলাকার বিদ্যুতের খুঁটি গুলি পরীক্ষা করে দেখেন। অন্যদিকে ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর রত্না সুর জানিয়েছেন, ‘বিএসএনএলের একটি পুরনো খুঁটি রয়েছে ওই এলাকায়। কেউ হয়তো ওই  খুঁটির গা দিয়ে তার নিয়ে গিয়েছিল। এদিন বৃষ্টিতে রাস্তায় জল জমে থাকায় খুঁটিটি তড়িৎবাহি হয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় ছেলেটির হাত ওই তড়িৎবাহি খুঁটিতে লেগে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।’ তাঁর দাবি, ‘যে সময় ঘটনাটি ঘটেছে তখন পুরসভার ল‌্যাম্পপোস্টে আলো বন্ধ ছিল। কীভাবে দুর্ঘটনা ঘটল পুলিশ তদন্ত করছে।”

অন্যদিকে এ ঘটনায় ইতিমধ্যে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। প্রসঙ্গত এর আগেই যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য একটি কমিটি গঠন করেছিল কলকাতা পুরসভা। জানা যাচ্ছে আগামী বর্ষায় যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে তার জন্য আজ একটা সোমবার মেয়রের নেতৃত্বে এই কমিটিই একটি বৈঠকে বসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =