কলকাতা: মোটামুটি যা আন্দাজ করা গিয়েছিল তাই হল। ফেব্রুয়ারি মাস শেষের আগে শীতের বিদায় কার্যত নিশ্চিত হল। শেষ কয়েকদিনে তাপমাত্রার পারদ বেশ খানিকটা বেড়েছে। আর আপাতত দখিনা হাওয়ার যে প্রভাব দেখা যাচ্ছে তা স্পষ্ট ইঙ্গিত দেয় যে শীত চলে যাচ্ছে, এক কথায় চলে গিয়েছে। আসলে ভোরের দিকে কলকাতা-সহ কয়েকটি জেলায় হালকা কুয়াশা থাকলেও, বেলা গড়াতেই চড়া রোদে অস্বস্তি বাড়ছে। আর তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি বেশি।
আরও পড়ুন- মমতার কাছে শিশুর নামকরণের আবদার নিয়ে হাজির মা, অভিনব নাম দিলেন মুখ্যমন্ত্রী
হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি – উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে। এছাড়া আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। বৃষ্টি হলেও যে শীতের দাপট আবার ফিরে আসবে এমনটাও নয়। কার্যত গরমের জন্য প্রস্তুতি নিয়েই নিতে হচ্ছে বাঙালিকে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”নগ্ন হয়ে দিন কাটাচ্ছেন বছরের পর বছর! Residents of this village live nude completely” width=”853″>
এমনিতেই আগে জানান হয়েছিল যে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই গরমের পারদ বাড়বে বাংলায়। ৩০-৩৫ ডিগ্রি হয়ে যেতে পারে তাপমাত্রা। অনুমান করাই যায়, এমন হলে মার্চ বা এপ্রিল মাসে কী হবে। তাই আপাতত কালবৈশাখীর অপেক্ষা করছে রাজ্যবাসী। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে পূর্ব বাংলাদেশ সন্নিহিত অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে কারণে রাজ্যে সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সেটাই শীত বিদায়ের অন্যতম বড় কারণ।