বৃষ্টির আভাস একাধিক জেলায়, দখিনা বাতাসের প্রভাব বলছে বিদায় শীত

বৃষ্টির আভাস একাধিক জেলায়, দখিনা বাতাসের প্রভাব বলছে বিদায় শীত

কলকাতা: মোটামুটি যা আন্দাজ করা গিয়েছিল তাই হল। ফেব্রুয়ারি মাস শেষের আগে শীতের বিদায় কার্যত নিশ্চিত হল। শেষ কয়েকদিনে তাপমাত্রার পারদ বেশ খানিকটা বেড়েছে। আর আপাতত দখিনা হাওয়ার যে প্রভাব দেখা যাচ্ছে তা স্পষ্ট ইঙ্গিত দেয় যে শীত চলে যাচ্ছে, এক কথায় চলে গিয়েছে। আসলে ভোরের দিকে কলকাতা-সহ কয়েকটি জেলায় হালকা কুয়াশা থাকলেও, বেলা গড়াতেই চড়া রোদে অস্বস্তি বাড়ছে। আর তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি বেশি। 

আরও পড়ুন- মমতার কাছে শিশুর নামকরণের আবদার নিয়ে হাজির মা, অভিনব নাম দিলেন মুখ্যমন্ত্রী

হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি – উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে। এছাড়া আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। বৃষ্টি হলেও যে শীতের দাপট আবার ফিরে আসবে এমনটাও নয়। কার্যত গরমের জন্য প্রস্তুতি নিয়েই নিতে হচ্ছে বাঙালিকে।