নববর্ষের শীতলতম দিন আজ! ভিলেন হয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা

নববর্ষের শীতলতম দিন আজ! ভিলেন হয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা

 

কলকাতা: শহরে ফিরছে শীতের আমেজ৷ আরও কিছুটা নামল তাপমাত্রার পারদ৷ তবে নববর্ষে এখনও জাঁকিয়ে পড়েনি শীত৷ কলকাতা থেকে জেলা, সকালে সর্বত্র আকাশ ছিল ঘন কুয়াশায় ঢাকা৷ মঙ্গলবার রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ অনেকটা কমেছে। শীতের আমেজ ভাল ভাবে অনুভব করার আগেই হাওয়া অফিস জানাচ্ছে বুধবার থেকে ফের রাজ্যে শীতের দাপট কমতে পারে৷ শীত আসার পথে ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা। 

আরও পড়ুন- দু’ডোজ পরেও কুণালের করোনা, বঙ্গে আজ আক্রান্ত ছাড়াল ৬ হাজার

হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসের মতো। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে গিয়েছে। কুয়াশার দাপটে লোকাল ট্রেন দেরিতে চলছে। 

এদিকে হাওয়া অফিস জানাচ্ছে,  বুধবার থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে৷  বাতাসের জলীয় বাষ্প আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়াবে৷ ফলে কনকনে ভাব উধাও হবে৷ দিনের বেলা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলেও পূর্বাভাস জারি করা হয়েছে৷ এর উপর ভিলেন হয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা৷ যার দাপটে উত্তুরে হাওয়া বাধা পাবে৷ উধাও হবে কনকনে ঠান্ডা ভাব৷ 

সপ্তাহান্তে আরও কেমে যাবে শীতের দাপট৷ এমনটাই পূর্বাভাস৷  দিল্লির মৌসম ভবন জানিয়েছে,  সোমবার কাশ্মীরের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে। এর দাপটে পাহাড়ি এলাকায় তুষারপাত এবং সমতলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এর পর পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাবে মধ্য ভারতের দিকে৷ 

প্রথম ঝঞ্ঝাটি উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিতে না নিতেই বৃহস্পতিবার নাগাদ দ্বিতীয় ঝঞ্ঝাটি উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে। চলতি সপ্তাহের শেষে মধ্য ভারতের দিকে বয়ে আসবে এই ঝঞ্ঝা। ফলে উত্তর-পশ্চিম ভারতে তুষারপাত ও বৃষ্টি হলেও কনকনে ঠান্ডা অনুভূত হবে না৷ ঢুকতে পারবে না উত্তুরে হাওয়ায়৷ চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে গাঙ্গেয় বঙ্গে পারদ উঠতে শুরু করবে৷ সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ অন্য দিকে, সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − five =