ঢুকছে উত্তুরে হাওয়া, হু হু করে নামবে পারদ, হাড় কাঁপানো শীতের ইঙ্গিত হাওয়া অফিসের

ঢুকছে উত্তুরে হাওয়া, হু হু করে নামবে পারদ, হাড় কাঁপানো শীতের ইঙ্গিত হাওয়া অফিসের

কলকাতা:  চলতি মরশুমে বহুবার বাধা এসেছে শীতের পথে৷ ভিলেন হয়ে ঢুকেছে পশ্চিমীঝঞ্ঝা৷ তবে কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে৷ ফলে এত তাড়াতাড়ি হতাশ হতে হবে না বঙ্গবাসীকে৷ হাওয়া অফিস বলছে, আরও একদফা ইনিংস খেলবে শীত৷ শুধু তাই নয়, বাঙালির প্রবাদকেও সত্যি করে তুলবে৷ আরও একবার হাড় কাঁপুনি ধরাবে৷ ৭২ ঘণ্টার মধ্যেই বড়সড় পারদ পতন হবে বঙ্গে৷ পূর্বাভাস হাওয়া অফিসের৷ 

আরও পড়ুন- শৌচাগারের সামনে দাঁড়িয়ে চিতাবাঘ! শোরগোল কোচবিহারে, জারি ১৪৪ ধারা

আগামী তিন দিনে উত্তর এবং দক্ষিণ রাজ্যের দুই প্রান্তের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি বেশ কিছু জেলায় সকালে কুয়াশার সম্ভাবনাও আছে৷ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস৷ যা  স্বাভাবিকের থেকে  ৩ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। 

এ বছরের মতো এই দফাতেই শীতের বিদায় হবে কিনা, তা নিয়ে বিস্তর জল্পনা চলছে৷ স্লগ ওভারে শীত কী খেল দেখাবে, তা নিয়ে কৌতূহলের বিরাম নেই। তবে হাওয়া অফিস পারদ পতনের যে ইঙ্গিত দিয়েছে তাতে জানুয়ারির শেষে রাজ্যজুড়ে হানা দেবে বাঘা শীত৷ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত তা মালুম হতে পারে৷ এর পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আসবে বসন্ত।

সপ্তাহান্তে রাজ্যে পারদ পতনেপ পূর্বাভাস থাকলেও, কলকাতায় হয়তো সেভাবে শীতের দাপট অনুভব করা যাবে না৷ তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আকাশ মেঘলা থাকায় রাতের তাপমাত্রা নামতে পারছিল না। আপাতত ঝঞ্ঝার প্রভাব কেটেছে৷ ফলে খুলে গিয়েছে উত্তর-পশ্চিম ভারত থেকে কনকনে ঠান্ডা উত্তুরে বাতাস ঢোকার পথ৷ ৭২ ঘণ্টার মধ্যে পারদও নামতে শুরু করবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 13 =