কলকাতা: বৃহস্পতিবার রাতে তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেফতার হতেই উত্তপ্ত ভাঙড়। শুক্রবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায়৷ দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্য শুরু হয় তীব্র বচসা৷ সেখান থেকে হাতাহাতি৷ অভিযোগ, দুই দলেরই উত্তেজিত কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।
এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য আরাবুলকে গতকাল রাতেই লালবাজারে নিয়ে আসা হয়েছে। পুলিশের একটি সূত্রে খবর, আরাবুলের মতো নেতার গ্রেফতারির ঘটনা ‘স্পর্শকাতর’, সেই কারণেই তাঁকে স্থানীয় থানায় না নিয়ে গিয়ে সোজা লালবাজারে আনা হয়েছে।