কলকাতা: মার্কিন আবহাওয়া পূর্বাভাস মডেল অনেক আগেই দাবি করেছিল যে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ যার প্রভাব হতে পারে আমফানের মতই। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই দাবি নিয়ে সংশয় দেখা গিয়েছে। দেশের আবহাওয়া দফতর জানিয়েছে, যা বলা হচ্ছে সেই মতো প্রভাব পড়বে কিনা তা এখন থেকে বলা সম্ভব নয়। যদিও প্রবল বৃষ্টিপাতের একটা আভাস দেওয়াই হয়েছে। তবে এখন আবার এই ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নিয়ে আতঙ্ক তৈরি হচ্ছে।
আরও পড়ুন- ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি, কালীপুজোর আগে পদক্ষেপ নিচ্ছে নবান্ন
হাওয়া মহলের দাবি অনুসারে, বৃহস্পতিবার উত্তর আন্দামান সাগর এবং দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা আগামী সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। অর্থাৎ কালীপুজোর সময় যে বৃষ্টির ভ্রূকুটি থাকছেই তা বলা যায়। আইএমডি-র তরফে আরও জানান হয়েছে, ২২ অক্টোবর নাগাদ এই নিম্নচাপ পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে, পরে গভীর নিম্নচাপ সৃষ্টি হবে। সেই প্রেক্ষিতেই এটি আগামী কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। ২৫ তারিখ এই ঘটনা ঘটার সম্ভাবনা।
আবহাওয়াবিদদের মতে, এর প্রভাবেই আগামী সপ্তাহে দক্ষিণ ভারতের একাধিক রাজ্য যেমন তামিলনাড়ু, কর্ণাটক, লক্ষদ্বীপ, সব জায়গায় বৃষ্টিপাত হতে পারে। বাংলাতেও ভারি বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। সুতরাং ঘুণিঝড়ের আশঙ্কা যে একদমই নেই তা বলা যাচ্ছে না এখনও পর্যন্ত। উল্লেখ্য, ঝড়ের গতি ঘণ্টায় ২০০ কিমি পর্যন্ত ছুঁতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।