কলকাতা: গত বছর ডিসেম্বর মাসে হয়েছিল বহু প্রতীক্ষিত টেট পরীক্ষা। সেই পরীক্ষার ফল প্রকাশ হল শুক্রবার। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানা গিয়েছে, প্রথম হয়েছেন বর্ধমানের কন্যা ইনা সিংহ। তথ্য বলছে, প্রথম দশে আছেন ১৭৭ জন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন ৪ জন। যিনি প্রথম হয়েছেন তিনি পেয়েছেন ১৩৩ নম্বর। দ্বিতীয়রা পেয়েছে ১৩২ এবং তৃতীয়রা পেয়েছে ১৩১ নম্বর। এদিন বেলা ৩ টে থেকে সকলে বিস্তারিতভাবে নিজেদের ফল দেখতে পারবে ওয়েবসাইটে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের গর্বের জায়গাটা ফিরিয়ে আনতে হবে: বিচারপতি গঙ্গোপাধ্যায়
পরীক্ষার দু’মাসের মাথায় প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন। মোট ১৫০ নম্বরে পরীক্ষা হয়েছিল। নিয়ম অনুসারে টেটে পাশ করলেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। এই পরীক্ষার হওয়ার আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বক্তব্য ছিল যে, এবার থেকে প্রত্যেক বছর টেট হবে, দু’বার নিয়োগ হবে বছরে। টেট ও নিয়োগ সংক্রান্ত কাজে কোনও তদন্ত হলে তিনি সহযোগিতা করবেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের! Board chief on Madhyamik 2023″ width=”853″>
তবে তিনি এও বলেন, টেট পাশ করা মানে চাকরি নয়। ২০১৪ সালে এবং ২০১৭ সালে পাশ করেছি বলে, চাকরি দিতে হবে, এটা নিয়ম নয়। টেট হল যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। সেই প্রেক্ষিতেই ১১ হাজার শূন্যপদের জন্য শুরু হবে নিয়োগ প্রক্রিয়া, এমনটা জানান হয়েছিল। তবে দুর্নীতি নিয়ে যে হইচই শুরু হয়েছে তার আবহে পর্ষদ আগেই জানিয়ে দিয়েছিল এবারের টেট পরীক্ষায় স্বচ্ছতার সঙ্গে কোনওরকম আপস করা হবে না। সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল তারা।