মুখ্যমন্ত্রীর বাড়ির পথে বাধা, পুলিশের সঙ্গে টেট উত্তীর্ণদের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হাজরা মোড়

মুখ্যমন্ত্রীর বাড়ির পথে বাধা, পুলিশের সঙ্গে টেট উত্তীর্ণদের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হাজরা মোড়

কলকাতা: নিজেদের দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার পথে টেট উত্তীর্ণদের পুলিশের বাধা৷ ধুন্ধুমার হাজরার মোড়ে৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা৷ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানো তোলে পুলিশ৷ গন্ডোগোলের দেরে ২ জন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন৷ রাস্তাতেই পড়ে থাকেন তাঁরা৷ বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে হাজরার মোড়৷ 

আরও পড়ুন- চৈত্রের শুরুতেই গ্রীষ্মের ধুন্ধুমার ব্যাটিং, কলকাতা ছুঁল পুরুলিয়াকে! দোলেও কি ঝরবে আগুন?

এদিন সকাল সাড়ে দশটা নাগাদ মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবিদাওয়া পেশ করতে যাচ্ছিলেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। সেই সময় পুলিশ তাদের বাধা দিলেই শুরু হয় অশান্তি৷ হাজরার মোড়ে বসে পড়েন তাঁরা৷ পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি৷ একাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ৷ চাকরি প্রার্থীদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের দফায় দফায় নিয়োগ করা হবে৷ আমদের ওঁর উপর আস্থা রয়েছে৷ তবে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি জনা দিতে এসেছিলাম৷ পুলিশ আমাদের উপর অকথ্য অত্যাচার করেছে৷ দু’জন অসুস্থ হয়ে রাস্তায় পড়ে রয়েছেন৷ আমরা এর বিচার চাই৷’’

এদিকে বিক্ষোভের জেরে ব্যাপক জানজটের সৃষ্টি হয়৷ দক্ষিণ কলকাতায় যাতায়াতকারীরা সমস্যার মধ্যে পড়েন৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে  আসেনি৷