নির্দিষ্ট সময়ের আগেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! দেখুন যশের ভ্রূকুটি

নির্দিষ্ট সময়ের আগেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! দেখুন যশের ভ্রূকুটি

 

কলকাতা: পূর্বাভাস ছিল, শক্তি বাড়িয়ে বুধবার সন্ধ্যায় স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ৷ কিন্তু, এই মুহূর্তে যশের ভ্রূকুটিতে বেশ কিছু পরিবর্তন ঘটে গিয়েছে৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার  সন্ধ্যা নয়, নির্দিষ্ট সময়ের আগে স্থলভাগে ঢুকে পড়বে ঘূর্ণিঘড়৷ বুধবার দুপুর নাগাদ আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়৷ শেষ পাওয়া খবর, ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ার  সময় ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি বেগে বইবে ঝড়৷ তবে, পরিবর্তী সময়ে ঝড়ের গতি কমতেও পারে৷ সাধারণত, স্থলভাগে ঝড় আছড়ে পড়ার সময় শক্ত কমতে থাকে৷

মৌসম ভবনের তরফে বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে৷ ধাপে ধাপে তা উত্তর ও উত্তর-পশ্চিমে অগ্রসর হবে প্রবল ঘূর্ণিঝড় রূপ নিয়ে৷ ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগরের মাঝে স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷

ঝড়ের প্রভাবে দুই ২৪ পরগনা থেকে শুরু করে হাওড়া-হুগলি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ বুধবার থেকে ঝাড়গ্রাম থেকে শুরু করে মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ নদীয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে৷ প্রভাব পড়বে উত্তরবঙ্গেও৷ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ উত্তাল থাকবে সমুদ্র৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + six =