শুক্রবার যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যাবেন মুখ্যসচিবও

শুক্রবার যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যাবেন মুখ্যসচিবও

কলকাতা:  যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর টিম৷ সেই টিমে রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নিজেও৷ বুধবার সাংবাদিক বৈঠক করে সে কথা জানালেন তিনি৷ 

আরও পড়ুন- দুর্ঘটনা এড়াতে আজ কোটালের সময় বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা, নির্দেশ মমতার

মুখ্যমন্ত্রী প্রথম যাবেন সাগরে৷ সেখানে স্থায়ী হেলিপ্যাডে নামবে মুখ্যমন্ত্রীর কপ্টার৷ যাওয়ার সময় আকাশ পথে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী৷ মোট ১৪টি জেলা যশে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে৷ পূর্ব মেদিনীপুরের ৮০০টিরও বেশি গ্রাম জলের তলায় চলে গিয়েছে৷ এদিন আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের বন্যা বিধ্বস্ত এলাকায় সার্ভে করার পর সাগরে গিয়ে প্রশাসনিক স্তরে রিভিউ মিটিং করা হবে৷ ওই বৈঠকে উপস্থিত থাকবেন জেলা শাসক৷ এরপর সাগর থেকে মুখ্যমন্ত্রী ও তাঁর টিম যাবে দীঘায়৷ কন্টাই, রামনগর সহ নন্দীগ্রাম ও অন্যান্য এলাকার সার্ভে করা হবে৷ দীঘাতে তার পরের দিন প্রশাসনিক রিভিউ মিটিং হবে৷ পাশাপাশি পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে সার্ভের পর ২৯ মে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী৷  

মঙ্গলবার থেকেই নবান্নের কন্ট্রোলরুমে ছিলেন মুখ্যমন্ত্রী ও তাঁর টিম৷ নিজে নজর রেখেছেন গোটা পরিস্থিতির উপর৷ শুক্রবার  ঝড় বিধ্বস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে রওনা দেবেন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব৷      
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 7 =