বারাসত: স্বাধীনতার পর এই প্রথম কেন্দ্রীয় সরকারের তরফে পশ্চিমবঙ্গে কর্মরত রেলের মাল গুদামের ঠিকা শ্রমিকদের সরকারি ভাবে নাম নথিভুক্ত করার কাজ শুরু করা হল। শনিবার থেকে শুরু হল এই কাজ। শনিবার বারাসতের রবীন্দ্র ভবনে এসে একথা বলেন কেন্দ্রীয় শ্রম দপ্তরের প্রতি মন্ত্রী মনোরঞ্জন কুমার।
শ্রম দফতরের আইন সংস্কারের পরেও টানা ৭০ বছর ধরে শ্রমিকরা তাঁদের ন্যাহ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন৷ অবশেষে মোদীজির হাত ধরে সেই শ্রমিক বঞ্চনা ঘুচল বলে দাবি করে কেন্দ্রীয় শ্রম দপ্তরের প্রতি মন্ত্রী মনোরঞ্জন কুমার বলেন, ‘‘সারা দেশে সাড়ে ছ’লাখ ও পশ্চিমবঙ্গের ৭০ হাজার ঠিকা শ্রমিকদের পঞ্জীকরণের কাজ শুরু করা হল।’’ এতদিন শ্রমিক স্বার্থ বঞ্চিত হওয়ার জন্য বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা লালুপ্রসাদ যাদবকে তীব্র কটাক্ষ করেছেন তিনি৷
মন্ত্রীর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়, লালুপ্রসাদ যাদবরা অতীতে দায়িত্বে ছিলেন৷ কিন্তু শ্রমিক স্বার্থ নিয়ে কেউ কোনও পদক্ষেপ গ্রহণ করেননি৷’’ দাবি করেছেন, ‘‘আমাদের লাগাতার আন্দোলন করার কারনেই আজ শ্রমিকের স্বার্থে এই উদ্যোগ নিল কেন্দ্রীয় শ্রম দপ্তর।’’ এই নাম পঞ্জীকরনের পর রেলের মাল গুদামের সমস্ত ঠিকা শ্রমিকদের নাম তুলে দেওয়া হবে রেল মন্ত্রকের হাতে। মনোরঞ্জন কুমারের কথায়, ‘‘ফলে আর বেশি দেরি নেই৷ শীঘ্রই সারা দেশে সাড়ে ছয় লাখ শ্রমিক নতুন শ্রম আইন অনুয়ায়ী সব সুযোগ সুবিধা পাবেন৷’’ যদিও শাসকদলের তরফে মন্ত্রীর এহেন দাবির তীব্র কটাক্ষ করা হয়েছে৷ শাসকদলের দাবি, যাঁরা নিয়মিত দ্রব্য মূল্যবৃদ্ধি ঘটিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠাচ্ছেন, তাঁরা আর যাই হোক না দরিদ্র মানুষের কথা ভাবে, এটা কল্পনা করাও কষ্টকর৷