বারাকপুর: শনিবার ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী মদন মিত্র বলেন, পার্টি অফিসের দরজা ভেঙে ভিতরে ঢুকে সমস্ত আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। ফ্লেক্স, ফেস্টুন, দলনেত্রীর ছবি ছিঁড়ে দেওয়া হয়েছে।
