পঞ্চায়েত মামলার শুনানি শেষ, রায়দান এখনই হল না

পঞ্চায়েত মামলার শুনানি শেষ, রায়দান এখনই হল না

কলকাতা: দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা পর পঞ্চায়েত মামলার শুনানি শেষ হয়েছে। এদিন রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। আগামীকাল এই মামলার রায় ঘোষণার সম্ভাবনা আছে। আজ পঞ্চায়েত মামলার প্রথম দফার শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, কেন্দ্রীয় বাহিনী যদি মোতায়েন করা হয় তাহলে তারা রাজ্য পুলিশের সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোট নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবে। এছাড়া মনোনয়নের দিন সংখ্যা বড্ড কম। তা বাড়াতে হবে। ফলে পঞ্চায়েত ভোট পিছনোর একটা আভাস মিলেছে। 

মনোনয়নের সময়সীমা বাড়িয়ে ৮ জুলাইয়ের বদলে ১৪ জুলাই পঞ্চায়েত ভোট করার প্রস্তাব ইতিমধ্যেই দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও সকালের শুনানিতেই পঞ্চায়েত ভোট পিছনোর বিরোধিতা করেন রাজ্যের কৌঁসুলী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত ৯ জুন কোন দলের কত মনোনয়ন জমা পড়েছে, সেই পরিসংখ্যান তুলে তিনি বলেন, ‘‘৪ হাজারের বেশি মনোনয়ন জমা পড়েছে বিজেপি’র। সময় কম হলে কী করে এত মনোনয়ন জমা পড়ল?’’ কিন্তু শুভেন্দু অধিকারীর আইনজীবী দাবি করেছেন, গোটা রাজ্য জুড়ে এত কম সময়ে মনোনয়ন ৭৩ হাজার আসনে সম্ভব নয়। মনোনয়ন ফর্ম সব জায়গায় যায়নি বলেও বক্তব্য তাঁর। একই সঙ্গে তাঁর এও দাবি, ৭ জুন কমিশনার নির্বাচিত হয়েছিলেন। এদিকে কোনও সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি। তার মধ্যেই নির্বাচনের ঘোষণা হয়েছে।