বর্ষায় ভেঙে পড়ল বাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন দম্পতি

বর্ষায় ভেঙে পড়ল বাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন দম্পতি

মালদহ: বৃষ্টির জেরে ভেঙে পড়ল এক বৃদ্ধা দম্পতির কাঁচা বাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে মালদহের হরিশ্চন্দ্র পুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর গ্রামে। অসহায় ভাবে পলিথিন টাঙিয়ে দিন কাটাচ্ছে পরিবার। আহত হয়েছেন বৃদ্ধা মসিউর রহমান (৭০) ও তার স্ত্রী আনোয়ারা বিবি(৬৫)।

গৃহকর্তা মসিউর রহমান জানান, স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলেন। এদিকে রাত থেকে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল। ভোরের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের মাটির কাঁচা বাড়ি। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। প্রতিবেশীদের তৎপরতায় একটুর জন্য প্রান বাঁচে তাঁদের। তিনি আরো জানান, বয়স্ক স্ত্রী ও এক নাবালিকা নাতনিকে নিয়ে অভাবের সংসার। তিনি বয়স্ক ভাতা পেলেও প্রায় এক বছর ধরে ভাতা বন্ধ রয়েছে। একদিকে ভাতা বন্ধ অপরদিকে একমাত্র কাঁচা মাটির বাড়িটিও ভেঙে গেল এই বর্ষায়। কি ভাবে চলবে সংসার, বড় চিন্তায় কাটছে দিন।

গৃহকর্তা মসিউর রহমানের স্ত্রী আনোয়ারা বিবি জানান, বুধবার ভোরে তাঁদের একমাত্র মাটির কাঁচা বাড়িটি ভেঙে যায়।এই বর্ষায় পলিথিন টাঙিয়ে কোনওরকমে দিন গুজরান করছি। বয়স্ক স্বামী কাজ করতে পারে না। একবছর ধরে স্বামীর বয়স্ক ভাতা বন্ধ রয়েছে। একমাত্র ছেলে বিয়ে করে আলাদা সংসার করছে।বৃদ্ধ বাবা-মা কে দেখে না।একমাত্র রেশনের চাল দিয়ে চলে তাদের সংসার। বিডিও অনির্বাণ বসু সরকারি ভাবে সবরকমের সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =