টাকার জন্য এবার সন্তানকে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ মায়ের বিরুদ্ধে

টাকার জন্য এবার সন্তানকে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ মায়ের বিরুদ্ধে

হাবড়া: ছেলেকে বিক্রি করে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের দিদার৷ চাঞ্চল্যকর  ঘটনাটি ঘটেছে হাবড়া থানার পূর্ব কামারথুবা এলাকার। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

অভিযুক্ত মহিলার নাম মিলি হালদার৷ তাঁর মা মিতালি দেবনাথের অভিযোগ, তার বড় মেয়ে মিলি হালদারের দুটি বিয়ে৷ প্রথম বিয়ের পর প্রথম সন্তান হওয়ার কিছু দিন পরেই সে আরেকটি বিয়ে করে৷সেই সময় থেকে তার ছেলেকে তার দিদার কাছে রেখে যায়৷ তারপর থেকে দিদা নাতিকে মানুষ করে৷ সেদিনের নবজাতকের বর্তমান বয়স  ১১ বছর। নাতি নয়, সন্তানের মতো করেই তিনি ওই শিশুকে মানুষ করছিলেন৷

সোমবার মিতালীদেবী বাড়িতে না থাকার সুযোগে নাবালকের মা মিলি হালদার তার বাপের বাড়িতে এসে ছেলেকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যায়। পরবর্তীতে রাত হয়ে গেলেও ছেলে ফিরে না আসলে তাকে ফোন করলে মিলি জানায় ছেলে আর কোনদিনও আসবে না, অনেক দূরে চলে গিয়েছে। দিদা মিতালি দেবনাথের অভিযোগ, কিছুদিন আগে মেয়ে মিলি বলেছিল, তার টাকার প্রয়োজন৷ ছেলেকে বিক্রি করে দেবে৷ হয়তো ছেলেকে বিক্রি করে দিয়েছে সে।

এরপরই মায়ের বিরুদ্ধে ছেলেকে বিক্রির গুরুতর অভিযোগ আনেন দিদা মিতালিদেবী৷ মঙ্গলবার সকালে হাবড়া থানার পুলিশের কাছে গিয়ে লিখিত অভিযোগ জানান তিনি৷ এরপরই নড়েচড়ে বসে পুলিশ৷ পুলিশের এক আধিকারিক জানান, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ মিলিদেবীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + two =