মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে নয়া বিবৃতি ডিভিসির

মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে নয়া বিবৃতি ডিভিসির

 

কলকাতা: দামোদর ভ্যালি কর্পোরেশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খারিজ করে জল ছাড়ার আগে বিভিন্ন জেলার জেলাশাসক এবং রাজ্যের মুখ্য বাস্তুকারকে এই বিষয়ে জানানো হয়েছিল বলে জানিয়েছে৷

আজ ডিভিসির তরফে এক বিবৃতিতে দুই বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার জেলাশাসক ছাড়াও রাজ্য সরকারের মুখ্য বাস্তুকারকে এই বিষয়ে আগাম সর্তকতা দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় জল কমিশনের সদস্য, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মুখ্য বাস্তুকার পদমর্যাদার আধিকারিকদের নিয়ে তৈরি নিয়ন্ত্রক কমিটির পরামর্শে জল ছাড়া হয় বলে ডিভিসি দাবি করেছে। জলাধার থেকে কতটা জল ছাড়া হবে তার উপরে তাদের কোন ভূমিকা থাকে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

DVC-র নয়া দাবি
DVC-র নয়া দাবি

যদিও মুখ্যমন্ত্রী বারবার দাবি করে আসছেন, রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে ডিভিসি৷ আর তাতেই বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ না জানিয়ে জল ছাড়া, অপরাধ বলেও মন্তব্য করেছেন তিনি৷ মানুষের তৈরি বন্যা বলেও মন্তব্য করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর এই দাবির পর ভিডির পাল্টা দাবি ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি৷ আদতে কোনটা সঠিক? সেটাই এখন জানতে চাইছে ভুক্তভোগী বাংলার  জনতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + sixteen =