পুজোর দিনগুলিতে শহরের নিরাপত্তা আরও জোরদার

পুজোর দিনগুলিতে শহরের নিরাপত্তা আরও জোরদার

কলকাতা:  পুজোর দিনগুলিতে শহরের নিরাপত্তা, সাধারণ মানুষের সুরক্ষা এবং কোভিড বিধি সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা দেখতে কলকাতা পুলিশ প্রতিটি সর্বজনিন পুজা মণ্ডপে পুলিশ মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ এই বছর বড় পুজোগুলিতে পর্যাপ্ত পুলিশ ছাড়াও প্রতিটি ছোট মণ্ডপে দু’জন করে পুলিশ কর্মী মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে৷

পুলিশ কমিশনার সৌমেন মিত্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশকর্তা এবং আইসি ও ওসি দের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন৷ সেখানেই কলকাতার দুই হাজার ৭০১টি মণ্ডপে দুই হাজার ৫৪৫ জন অফিসার এবং ১২ হাজার ৯৪৭ জন পুলিশ কর্মী মোতায়েন থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে৷ এছাড়াও রাস্তায় যানজট নিয়ন্ত্রণে থাকবে ২০ হাজার অতিরিক্ত পুলিশ কর্মী। আগামীকাল চতুর্থী দিন থেকেই পুলিশ রাস্তায় নামবে। এই বছর অস্ত্র নিয়ে ৩১টি সিটি পেট্রোল দল নজরদারিতে বিভিন্ন রাস্তায় টহল দেবে। ৫৪টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। পনেরোটি গুরুত্বপূর্ন জায়গায় নাকা চেকিং এবং দূষণ নিয়ন্ত্রণে ৯টি দল কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + three =