রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ করবেন? মমতাকে প্রশ্ন মেধার

রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ করবেন? মমতাকে প্রশ্ন মেধার

মুম্বই: মুম্বই সফরে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মদ বিক্রি সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হল৷ সমাজকর্মী মেধা পাটেকর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, ‘মদ বিক্রি বন্ধ করতে পশ্চিমবঙ্গ সরকারের কোনও পরিকল্পনা আছে কি না? আগামী নির্বাচনী এজেন্ডায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী মদ বিক্রি নিষিদ্ধ করবেন?’ যদিও এই প্রশ্নের উত্তরে, বিষয়টি নিয়ে ভাববেন বলা ছাড়া আর কোনও মন্তব্য করেননি তৃণমূল নেত্রী।

মুম্বই সফরে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোটের হাত মজবুত করার পাশাপাশি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্দেশ্যে বিনিয়োগ আনার চেষ্টা করছেন। সেজন্য রাজনীতিবিদ থেকে শিল্পপতি ছাড়াও সুশীল সমাজের সঙ্গেও বৈঠকে বসছেন মমতা৷ দেশের গণতন্ত্র ফেরানোর লক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেছেন। বাণিজ্য নগরী মুম্বইয়ে মদ বিক্রি নিষিদ্ধ সংক্রান্ত বিষয়ে বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটেকরের প্রশ্নের মুখোমুখি হয়ে একটু বোধহয় অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা তাঁর উদ্দেশ্য বলেন, ‘রাজ্য সরকারগুলি মদ বিক্রি টাকা রোজগার করে। মহাত্মা গান্ধি বা বাবাসাহেব আম্বেদকরের কাছে এটি ‘পাপের পয়সা’ ছিল। আগামী নির্বাচনী এজেন্ডায় মদ বিক্রি নিষিদ্ধ করার বিষয়টি কী থাকবে? এই পদক্ষেপ মহিলাদের পক্ষে অত্যন্ত ভালো বলে বিবেচিত হবে। কারণ মদের জন্য বহু সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আপনি মহিলাদের নেত্রী বলে পরিচিত।’ 

এর আগে রাজ্যে মদ বিক্রি থেকে রাজস্ব আয় বেড়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন দেখার বাংলার মুখ্যমন্ত্রী এ বিষয়ে কোনও পদক্ষেপ করেন কিনা। উল্লেখ্য, সাম্প্রতিক একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে, মদ্যপানের নিরিখে দেশের মধ্যে  দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। সেই তথ্যের নিরিখেই মদ বিক্রি নিষিদ্ধ করা সংক্রান্ত প্রশ্ন করেন মেধা পাটেকর। গত ১৬ নভেম্বর থেকে রাজ্যে বিলিতি মদের দাম কমায় মেধা পাটেকরের প্রশ্ন যথেষ্ট যুক্তিপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 11 =