ঘুড়ি ওড়াতে গিয়ে বাজের শব্দে মৃত্যু কিশোরের

ঘুড়ি ওড়াতে গিয়ে বাজের শব্দে মৃত্যু কিশোরের

হাওড়া: এক লহমায় বদলে গেল উৎসবের চেহারা৷ সেখানে দখল নিল শোক৷ বিশ্বকর্মা পুজোর দিনে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের৷ ঘটনার জেরে শোকের ছায়া এলাকায়৷ শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে হাওড়ার বেলুড়৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির তিনতলার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে বাজের বিকট শব্দে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় ওই কিশোরের। নিজেদের বাড়ির ছাদেই সে ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎই বাড়ির কাছাকাছি কোথাও বাজ পড়ে। আলোর ঝলকানি এবং বাজের শব্দে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় জিৎ হাজরা ওরফে রাজের৷ বেলুড়ের লালাবাবু শায়র রোডের ওই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

শুক্রবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে নিজেদের তিনতলা বাড়ির চিলে ছাদে ঘুড়ি ওড়ানোর সময় আচমকা প্রচন্ড শব্দে একটি বাজ পড়ে খুব কাছাকাছি এলাকায়। সেই শব্দ ও আলোর ঝলকানিতে ছাদেই পড়ে যায় ওই কিশোর। তাকে চিকিৎসার জন্য প্রথমে বেলুড় শ্রমজীবী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে হাওড়ার গোলাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত ঘোষণা করা হয় ওই কিশোরকে।

স্থানীয় প্রতিবেশী রুপালি হালদার জানান, বিশ্বকর্মা পুজোর জন্য এদিন সকালে তিনজন ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎই খুব জোরে বাজ পড়ে। সঙ্গে সঙ্গে আমরা বাড়ি থেকে সবাই বেরিয়ে পড়ি। বেরিয়ে দেখা যায় বাকি ছেলেরা ছাদ থেকে নেমে পড়লেও জিৎ সেখান থেকে নামতে পারেনি। বজ্রাঘাতে সে গুরুতর আহত হয়। জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় কিশোরের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − three =