পণ না পেয়ে স্ত্রীর যৌনতার ছবি ফাঁস, পালিয়ে বাঁচলেন নববধূ

কলকাতা: বিয়ের পর থেকেই পণের জন্য চলছিল অত্যাচার৷ কলকাতা থেকে স্বামীর হাত ধরে ঔরঙ্গবাদে গিয়েও রক্ষা হয়নি৷ যৌন অত্যাচার থেকে শুরু করে মারধর৷ দিনে দিনে বাড়ছিল তরুণীর উপর অত্যাচারের মাত্রা৷ তার উপর যোগ হয়েছিল স্ত্রীর নগ্ন ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি৷ খোদ স্বামীর কাছ হুমকি, শ্বশুরবাড়ি সদস্যদের অত্যাচার থেকে কলকাতার বাপের বাড়ি

পণ না পেয়ে স্ত্রীর যৌনতার ছবি ফাঁস, পালিয়ে বাঁচলেন নববধূ

কলকাতা: বিয়ের পর থেকেই পণের জন্য চলছিল অত্যাচার৷ কলকাতা থেকে স্বামীর হাত ধরে ঔরঙ্গবাদে গিয়েও রক্ষা হয়নি৷ যৌন অত্যাচার থেকে শুরু করে মারধর৷ দিনে দিনে বাড়ছিল তরুণীর উপর অত্যাচারের মাত্রা৷ তার উপর যোগ হয়েছিল স্ত্রীর নগ্ন ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি৷ খোদ স্বামীর কাছ হুমকি, শ্বশুরবাড়ি সদস্যদের অত্যাচার থেকে কলকাতার বাপের বাড়ি পালিয়ে এসে প্রাণ বাঁচালেন তরুণী৷ কলকাতায় ফিরে স্বামী ও শ্বশুরবাড়ির অন্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের তরুণীর৷

বছর কুড়ির ওই তরুণীকে গত বছর অক্টোবর মাসে ঔরঙ্গবাদের বাসিন্দা এক যুবকের বিয়ে হয়৷ বিয়ের পর দিন তরুণী গৃহবধূর ওপর থেকে চলতে থাকে অত্যাচার৷ তরুণীর অভিযোগ, প্রায় প্রতিদিন রাতেই তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো৷ বাড়ি থেকে ১০ লক্ষ টাকা পণ চেয়ে করা হত অত্যাচার৷ কিন্তু তরুণী বাপের বাড়ির লোকদের সমর্থন ছিল না মোটা টাকা পণ দেওয়ার বিষয়ে৷ এরপরই অত্যাচার আরও বেড়ে যায়৷

পরে তরুণী জানতে পারেন, এরই মধ্যে কখন তাঁর গোপন ছবি তুলে নিয়েছে স্বামী৷ তা আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি স্বামীর৷ টাকা না দিয়ে অশ্লিল ছবি আপলোড করে দেওয়ার হুশিয়ারি শুনে আর এক মুহূর্তে দেরি করেননি ওই তরুণী৷ আক্ষরিক অর্থে পালিয়ে কলকাতায় চলে আসেন বাপের বাড়িতে৷ বিষয়টি জানান পরিবারকে৷ চলে যান থানায়৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে শ্বশুরবাড়ির লোকজনকে ডেকে পাঠানো হয়েছে৷ তাতেও তারা না এলে ওই তরুণীর শ্বশুরবাড়িতে সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ঘটনাস্থলে যেতে পারে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eighteen =