মাদক খাইয়ে দিনভর ছাত্রীকে গণধর্ষণ, শুরু রাজনীতির কাদা ছোড়াছুড়ি

মাদক খাইয়ে দিনভর ছাত্রীকে গণধর্ষণ, শুরু রাজনীতির কাদা ছোড়াছুড়ি

মালদা: এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। অভিযোগ এলাকারই তিন ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তরা শাসকদলের ঘনিষ্ট হওয়ায় ব্যবস্থা নিচ্ছে না পুলিশ৷ দাবি নাবালিকার পরিবারের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ১০ সেপ্টেম্বর মালদার রতুয়া থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মাকাইয়া গ্রামে। ধর্ষিতার পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী গ্রাম বালুপুর এলাকার বাসিন্দা রহিমুল হক, টিউশনি পড়তে যাওয়ার সময় ওই নাবালিকাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। এরপর মাদক খাইয়ে রহিমুল এবং তার দুই সহযোগী মোট তিনজন মিলে ওই নাবালিকাকে সারাদিন ধর্ষণ করে। এরপর গ্রামে ফেলে রেখে চলে যায়। অচৈতন্য অবস্থায় কোনরকমে ওই নাবালিকা বাড়িতে আসে। একটু সুস্থ হলে সমস্ত ঘটনা তার পরিবারের সদস্যদের জানায়।

ঘটনার কথা পরিবারের লোক জন প্রথমে ভয়ে -আতঙ্কে কাউকে কিছু বলার সাহস পাননি৷ অবশেষে গত ১৬  সেপ্টেম্বর পরিবারের সদস্যরা রতুয়া থানায় অভিযোগ দায়ের করেন। মূল অভিযুক্ত শাসকদলের ঘনিষ্ঠ হওয়ার ব্যবস্থা নিচ্ছে না পুলিশ অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকেই ৩ অভিযুক্ত বেপাত্তা। গোটা ঘটনা নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিজেপি। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, ‘‘যেহেতু রাজ্যের ঘনিষ্ঠ অভিযুক্তরা সেই কারণেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।’’ অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, কে কি করেছে তার দায় তৃণমূল নেবে না। এধরনের ঘটনা কেউ ঘটিয়া থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে প্রশাসন ও পুলিশ নেয় তা দেখবে দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =