কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে লড়াই করেছিলেন তিনি৷ কিন্তু, জিততে পারেননি৷ তবে চনমনে সায়নী ঘোষের হাতে গুরুদায়িত্ব তুলে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় চার বছর হতে চলল তৃণমূলের যুব সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন সায়নী৷ তবে তিনি এখন আর শুধু তৃণমূলের যুবনেত্রী নন। লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন৷ তাঁকে আরও বেশি করে সংসদের কাজে লাগাতে চাইছে দল। সূত্রের খবর, এবার যুব সভাপতির দায়িত্ব অন্য কারও হাতে তুলে দিতে চাইছে দল৷ সে ক্ষেত্রে চর্চায় উঠে এসেছে তিন তৃণমূল যুব নেতার নাম।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর সেরে ফেরার পরই রদবদল করা হবে। যুব সভাপতির পদে উঠে আসছে যুবনেতা দেবরাজ চক্রবর্তী , তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং দেবাংশু ভট্টাচার্যের নাম৷ দেবরাজ বিধাননগরের কাউন্সিলর। দলের সংগঠক ও তরুণ মুখ হিসাবেও দলে দেবরাজের গুরুত্ব রয়েছে৷ তাঁর স্ত্রী কীর্তন শিল্পী অদিতি মুন্সি আবার বিধায়ক। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য৷ অন্যদিকে, লোকসভা ভোটে তমলুক থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেবাংশু ভট্টাচার্য৷