সর্বস্ব লুঠ করল, পালানোর আগে গৃহকর্তাকে বাজার করার টাকা দিয়ে গেল চোরেরা

সর্বস্ব লুঠ করল, পালানোর আগে গৃহকর্তাকে বাজার করার টাকা দিয়ে গেল চোরেরা

ফারাক্কা: নরম মনের মানুষ অনেক আছেন, তারা দুঃখ সহ্য করতে পারেন না। তা বলে চোরেরা এত সহৃদয় হবে? শুনতে অবাক লাগে। কিন্তু আদতে এমনটাই হয়েছে মুর্শিদাবাদের ফারাক্কায়। বাড়িতে এসে সর্বস্ব লুঠ করল চোরেরা, বেরিয়ে যাওয়ার সময় বাড়ির মালিককে বাজার করার টাকা দিয়ে গেল তারা। আবার পায়ে প্রণামও ঠুকেছে। এমন ঘটনায় সত্যিই চাঞ্চল্য যেমন ছড়িয়েছে তেমনই হতবাক সকলে।

আরও পড়ুন- GST-র কোপে খরচ বাড়বে প্রায় ১২৫ কোটি টাকা! স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে উদ্বেগে নবান্ন

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ আবাসনে। দুই চোর হানা দেয় ওই আবাসনের বাসিন্দা হরিশচন্দ্র রায়ের বাড়িতে। ধারাল অস্ত্র দিয়ে তাকে ভয় দেখিয়ে সব লুঠ করে তারা। তারপর বেরনোর আগে তার হাতে ২০০ টাকা দিয়ে বাজার করতে বলে পরের দিনের জন্য। তারপর চোরেরা পালিয়ে যায়। এই ঘটনায় এলাকাবাসী খুবই আতঙ্কে ভুগছেন এবং নিরাপত্তাহীনতা গ্রাস করেছে তাদের। স্থানীয় বাসিন্দারা বলছেন, ফারাক্কা ব্যারেজে প্রচুর সংখ্যক সিআইএসএফ আছে, আর ঘটনাস্থল থেকে ফারাক্কা থানা ১ কিলোমিটারের মধ্যে। তারপরেও এমন ঘটনা কী ভাবে ঘটতে পারে সেই প্রশ্ন উঠে গিয়েছে। যদিও ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হরিশচন্দ্র। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

হরিশচন্দ্র জানিয়েছেন, সোমবার রাতে খাওয়া-দাওয়া সারার পর ভাইয়ের সঙ্গে বসে কথা বলছিলেন তিনি। ঘরের সদর দরজা খোলাই ছিল। ওই দরজা দিয়েই দু’জন চোর ঘরে ঢোকে। ধারালো অস্ত্র দিয়ে তাদের ভয় দেখায়। হরিশ্চন্দ্রের ভাই বাধা দিলে তাকে ঘরের বাথরুমে বন্ধ করে বাইরে থেকে তালা দিয়ে দেয় চোরেরা। তারপর ঘর থেকে যাবতীয় সব জিনিস লুঠ করে। ভয়ে পেয়ে আর বাধা দেননি হরিশ্চন্দ্র। জানা গিয়েছে, প্রায় ১৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন লুঠ করেছিল চোরেরা। এরপরেই ঘটে সেই অবাক করা ঘটনা। ঘর থেকে পালানোর আগে হরিশ্চন্দ্রকে প্রণাম করে এক চোর। তখনই তিনি তাকে বলেন, আগামী কয়েক দিনের বাজার করার টাকা দিতে নাহলে খেতে পাবেন না। ‘ভালো মানুষ’ চোরেরা এই কথা শুনে তাকে ২০০ টাকা দেয়, ফেরত দেয় একটি মোবাইল ফোনও। তারপর চলে যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + one =