- কলকাতা: ১৬ আগস্ট বাংলা বনধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাজরায়।
আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যেই স্বাধীনতার রাতে অবাধ ভাঙচুরের ঘটনা ঘটে সেখানে। যা নিয়ে নিন্দার ঝড় সর্বত্র। ঘটনার প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক এসইউসিআই এর। আর এদিন তা ঘিরে উত্তাল হয়ে ওঠে হাজরা মোড়। এদিন শুক্রবার হাজরা মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয় এসইউসিআই’য়ের তরফে। পরিকল্পনা অনুযায়ী সেখানে নেতা-কর্মীরা পৌছতেই ব্যাপক ধরপাকড় শুরু হয়। একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন এসইউসিআই এর নেতা-কর্মীরা। কোনও জমায়েত যাতে না করা হয় সেইজন্য মহিলা এসইউসিআই কর্মীদের একেবারে চুলের মুঠি ধরে পুলিশ গাড়িতে তোলে বলে অভিযোগ। নেতাদের দাবি, শান্তিপূর্ণ অবস্থানের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ হঠাৎ করে তাদের উপর চড়াও হয় এবং মারধর করে বলে অভিযোগ। কার্যত একই ছবি ধরা পড়ে বেহালাতেও। বনধের সমর্থনে বেহালার ডায়মণ্ড হারবার রোড অবরোধ করেন এসইউসিআই কর্মীরা। ফলে যানজট সৃষ্টি হয়। এরপরেই ধর্মঘটীদের বিরুদ্ধে বল প্রয়োগ করে পুলিশ। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। একাধিক এসইউসিআই কর্মীকে আটক করা হয়েছে বলে খবর। ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বেহালায়। নতুন করে অশান্তির শঙ্কা হাজরাতেও। তাই সেখানেও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে।