‘তৃণমূলের জন্য আমাদের গায়ে ফোসকা পড়বে না’, বিমানের মন্তব্যে জল্পনা তুঙ্গে

‘তৃণমূলের জন্য আমাদের গায়ে ফোসকা পড়বে না’, বিমানের মন্তব্যে জল্পনা তুঙ্গে

 

কলকাতা: একুশের বিধানসভা ভোটে সবুজ ঝড়ে শূন্য হাতে ফিরেছে বাম শিবির৷ এবার লক্ষ্য ২০২৪৷ লোকসভা ভোটে বিজেপি বিরোধী লড়াইয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা যে কোনও দলের সঙ্গেই হাত মেলাতে তাঁরা প্রস্তুত৷ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর মুখে এহেন কথায় অন্য ইঙ্গিত দেখতে শুরু করেছিল রাজনীতির কারবারিরা৷ ফের তাঁর একটি মন্তব্যে বিতর্কের ঝড়৷  পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে ফের জল্পনা উস্কে দিলেন বিমান বসু৷ 

আরও পড়ুন- উচ্চ প্রাথমিক মেধা তালিকায় অভিযোগের পাহাড়! নিষ্পত্তিতে আরও ৩ মাস সময় চাইল SSC

কী এমন বললেন বামফ্রন্ট চেয়ারম্যান? তাঁর কথায়, ‘সর্বভারতীয় ক্ষেত্রে অসংখ্য দল রয়েছে৷ তার মধ্যে যদি তৃণমূল কংগ্রেসও থাকে তাহলে আমাদের গায়ে ফোসকা পড়বে না।’ তাঁর এই মন্তব্য থেকে স্পষ্ট যে, জাতীয় রাজনীতিতে যদি বিজেপি বিরোধী কোনও মঞ্চ তৈরি হয় এবং তাতে তৃণমূল কংগ্রেস থাকে তাহলে বামেদের কোনও আপত্তি থাকবে না।
 

এদিকে ত্রিপুরাকে পাখির চোখ করে রাজনীতির ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস৷ উত্তরপর্বের রাজ্যে বামেদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল৷ এমনকী বিজেপি’র সঙ্গে সংঘর্ষে আহত বাম কর্মীদের দেখতে তাঁদের বাড়িতেও যান তৃণমূল নেতারা৷ বামেদের পাশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলোধোনা করেন বিপ্লব দেব সরকারকে৷ সে রাজ্যে বাম-তৃণমূল সখ্য লক্ষ্য করা গিয়েছে৷ সেই প্রেক্ষিতে বিমান বসুর মন্তব্য নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ 

অন্যদিকে সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কথায়,  ‘গোটা দেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এর জন্য দায়ী বিজেপি সরকার৷  সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে  জোটের কথা আমরা বলছি না। তবে সর্বভারতীয় স্তরে সকলেই লড়াই করতে  প্রস্তুত। সেখানে তৃণমূল কংগ্রেস–সহ আরও অনেক দল থাকবে৷ সেখানে সবার আগে দেশের কথা ভাবতে হবে আমাদের৷’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =