পতাকা লাগানো নিয়ে দ্বন্দ্ব, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে বোমাবাজি-গুলি

পতাকা লাগানো নিয়ে দ্বন্দ্ব, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে বোমাবাজি-গুলি

বারাসত: পঞ্চায়েত ভোটের ঘোষণা হওয়ার পর থেকে একাধিক অশান্তির ঘটনার সাক্ষী থাকছে বাংলা। ক্যানিং থেকে ভাঙড়, খড়গ্রাম থেকে এখন দেগঙ্গা, সব জায়গাতে রাজনৈতিক সংঘর্ষ। জানা গিয়েছে, দেগঙ্গায় সম্প্রতি আইএসএফ এবং তৃণমূলের দ্বন্দ্ব হয়েছে তাও আবার পতাকা লাগানোকে কেন্দ্র করে। শুধু হাতাহাতি নয়, গুলি চলা থেকে বোমাবাজি সবই হয়েছে এলাকায়। এই ঘটনায় ৫ জন গুরুতর আহত বলে খবর মিলেছে। গোটা এলাকা আপাতত থমথমে। 

এই সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু তাদের সামনেও অশান্তি হয় বলে জানান হয়েছে। পুলিশ সূত্রে খবর, দেগঙ্গার হড়পুকুর মোড় এলাকায় পতাকা লাগানোকে নিয়ে ব্যাপক অশান্তি শুরু হয়। এরপর তৃণমূল ও আইএসএফ কর্মী-সমর্থকরা প্রথমে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তারপরই শুরু হয় বোমাবাজি। চলে গুলি। গুরুতর যারা জখম হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এলাকাবাসী স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্কিত এই ঘটনায়। পুলিশ মজুত থাকলেও তারা যেন এখনও নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারছেন না।