কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে যাওয়ার কথা আগেই জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই মতোই এবার তমলুকের পদ্মপ্রার্থী প্রার্থীর বিরুদ্ধে কমিশনে কড়া চিঠি পাঠাল এ রাজ্যের শাসক শিবির৷
বিজেপি প্রার্থী যাতে প্রচারে বেরতে না পারেন, তৃণমূলের তরফে কমিশনে সেই আর্জি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন কোনও রাজনৈতিক সভা, মিছিল, ইন্টারভিউতে অংশগ্রহণ না করেন, সে ব্যাপারে পদক্ষেপ করার জন্য কমিশনের কাছে আর্জি জানানো হচ্ছে৷ তৃণমূলের অভিযোগ, তিনি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মন্তব্য করেছেন, তা শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করে গিয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যেও কমিশনে আবেদন জানানো হয়েছে৷ তৃণমীলের দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য সর্বতোভাবে আদর্শ আচরণ বিধির পরিপন্থী। বিজেপি নেতার বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা রুজু করার আবেদনও জানানো হয়েছে।